স্থানীয় সংবাদ

খুলনার ২টি আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার দুটি আসনে তারুণ্যের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রাপ্তি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষিত ১২৫ জন প্রার্থীর মধ্যে খুলনা-১ ও খুলনা-২ রয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা জেলা শাখার প্রধান সমন্বয়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপকূলীয় দুটি উপজেলা দাকোপ ও বটিয়াঘাটা নিয়ে খুলনা-১ আসন গঠিত। এ আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মোঃ ওয়াহিদ উজ জামানকে দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
খুলনা সিটি করপোরেশনের ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ড অর্থাৎ নগরীর সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত খুলনা-২ আসন। এ আসনে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হককে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button