স্থানীয় সংবাদ
জামায়াতে ইসলামী ডুমুরিয়া-ফুলতলা নির্বাচনী আসনের পরিচালক ও সদস্যসচিবের যৌথ বিবৃতি

# পোস্টার ফেস্টুন, প্যানা, পোট্রেট ও দাঁড়িপাল্লার
ঝুলানো প্রতিক খুলে ফেলার আহবান
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার খুলনা ৫ ডুমুরিয়া ফুলতলা নির্বাচনী আসনের পরিচালক মুন্সী মিজানুর রহমান ও সদস্যসচিব মিয়া গোলাম কুদ্দুস এক যৌথ বিবৃতি দিয়েছেন। যৌথ বিবৃতিতে আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোস্টার ফেস্টুন, প্যানা, পোট্রেট, দাঁড়িপাল্লার ঝুলানো প্রতিক খুলে ফেলার জন্য সকল জনশক্তিকে অনুরোধ করেছেন। নেতৃবৃন্দ বলেন যেহেতু নির্বাচনি আচরণবিধি অনুযায়ী ২২ জানুয়ারীর আগে প্রচারণা নিষিদ্ধ সেহেতু সর্বস্তরের জনশক্তি আচরণবিধি মেনে চলবেন।



