স্থানীয় সংবাদ

দেশকে পেছনে টেনে নিয়ে যাওয়ার শক্তির বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মীদের লড়াই করতে হবেÑ মঞ্জু

# দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৬নং ওয়ার্ড, ওয়েস্ট জোন কোম্পানী ও বাইতুল্লাহ জামে মসজিদে দোয়া #

স্টাফ রিপোর্টার ঃ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার মধ্য দিয়ে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে গিয়ে জনগণের কাছে যেতে হবে উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, অনেক বাধা-বিপত্তি আসবে। বিএনপির বিরুদ্ধে প্রচারণা চলছে, সেটি চলতে থাকবে। সবকিছু কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। বিএনপি কোনো দিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না। বিএনপি এ দেশের জনগণের দল, মুক্তিযুদ্ধের দল। বিএনপিকে সাফল্য দেবে ইস্পাতদৃঢ় ঐক্য ও জাতীয়তাবাদী দর্শন। দেশকে পেছনে টেনে নিয়ে যাওয়ার শক্তির বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মীদের লড়াই করতে হবে। বিএনপির নেতা-কর্মীদের সামনে এগিয়ে যাওয়ার শক্তিকে জয়যুক্ত করতে হবে। এই লড়াইয়ে বিএনপির নেতা-কর্মীদের শক্তিশালী মনোভাব নিয়ে এগোতে হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ১৬নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গদলের যৌথ আয়োজনে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং এতিম শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরন করেন খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে দোয়া করেন মুফতী মাহফুজুর রহমান। দুপুর ১টায় ২৮নম্বর ওয়ার্ডে পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এস এম ইউসুফ উদ্দিনসহ সকল শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। দুপুর ২টায় ওয়েস্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালনা জাকিরুজ্জামানসহ সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নজরুল ইসলাম মঞ্জু। বাদ মাগরিব
সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাইতুল্লাহ জামে মসজিদে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনার দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে খাল খনন করার মধ্যে দিয়ে এ দেশের গণ-মানুষের নেতা হয়েছেন, গ্রামের নেতা হয়েছেন। এই কারণে বিএনপিকে গণ-মানুষের দল বলা হয়। বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি সুস্থ্য হয়ে ফিরে আসবেন, সেটাই এখন আমাদের প্রত্যশা।
এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কাজী মো. রাশেদ, ডা. জাফরউল্লাহ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, সাদিকুর রহমান সবুজ, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, মজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, আলহাজ¦ সুলতান মাস্টার, রবিউল ইসলাম রবি, ওহেদুর রহমান দিপু, খায়রুল ইসলাম লাল, রিয়াজুর রহমান, আসাদুজ্জামান, মোস্তফা কামাল, জিএম রফিকুল ইসলাম, ইকবাল হোসেন, মাওলানা আব্দুল গফ্ফার, আলমগীর হোসেন আলম, মোহাম্মাদ আলী, কামরুল ইসলাম, খন্দকার আকিরুল ইসলাম, শাহাবুদ্দিন আহমেদ, সুলতান মাহমুদ সুমন, আব্দুল হাকিম, মাসুদ খান বাদল, জামাল মোড়ল, এড. ওমর ফারুক, মাজেদা খাতুন, এ আর রহমান, ডা. ফারুক হোসেন, শেখ মাসুদ হোসেন, মিজানুর রহমান, করিম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, হেমায়েত হোসেন, জাহিদুল ইসলাম খোকন, নাদির উদ্দিন, খান আবু দাউদ, শেখ আমির হোসেন বাচ্চু, মুশফিকুর রহমান অভি, সেলিম বড় মিয়া, শেখ আবুল কাশেম, শেখ বাবুল হোসেন, শামীম রেজা, ইমরান হোসেন, এড. নাহিদ, আনিছুর রহমান সেলিম, আরিফুল ইসলাম, মীর মোহাম্মদ বাবু, আরিফুল হক, শেখ জাকির হোসেন, লাভলী আক্তার, শফিউদ্দিন আহমেদ, জুয়েল রহমান, ইমতিয়াজ সেজান, তরিকুল ইসলাম, মৌসুমী খাতুন, মামুনুর রহমান রাসেল, মঈনউদ্দিন, মোল্লা কবির হোসেন, খান মারুফ হোসেন, শেখ রবিউল ইসলাম, হাফিজুর রহমান টুটুল, ডা. ফেরদৌস হোসেন, ডা. হাসান, হারুন মোল্লা, পারভেজ মোড়ল, মো. বাদল, আরিফিন আক্তার, তারিন আক্তার, লাকি আক্তার, নাজমা বেগম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button