জনগণ ৫৪ বছরে ভুল শুধরানোর সুযোগ হিসেবে আগামী নির্বাচনকে কাজে লাগাতে চায় : অধ্যাপক মাহফুজুর রহমান

# ১ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ #
স্টাফ রিপোর্টার ঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, দেশের জনগণ আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সারা দেশে তরুণ সমাজ ন্যায় এবং ইনসাফের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশের জনগণ ৫০ বছরে ভুল শুধরানোর সুযোগ হিসেবে আগামী নির্বাচনকে কাজে লাগাতে চায়। মানুষ পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে। যার প্রমাণ দেশের বড় ৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ছাত্রশিবিরের মনোনীত প্যানেলকে বিজয়ী করে দেশের পরিবর্তনের সূচনা করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) খুলনা-৩ আসনের আড়ংঘাটা থানাধীন ১নং ওয়ার্ডের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় তার সঙ্গে ১ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন তপু, ২নং ওয়ার্ড সভাপতি মো. শাহিনুর রহমান, ৩ নং ওয়ার্ড সভাপতি মো. রেজাউল ইসলাম, ৪ নং ওয়ার্ড সভাপতি মো. হোসেন আলী, ৫ নং ওয়ার্ড সভাপতি মো. সিরাজুল ইসলাম, ৬ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, ৭ নং ওয়ার্ড সভপতি ইমাম মুহিত, ৯ নং ওয়ার্ড সভাপতি মো. আব্দুর রাজ্জাক, ওলামা বিভাগের সভাপতি ইমাম মাহাদী আল হাদী, আড়ংঘাটা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, ১ নং ওয়ার্ড সেক্রেটারি মো. নাসির হোসেন, ২ নং ওয়ার্ড সেক্রেটারি মো. মিলন হোসেন, ৩ নং ওয়ার্ড সেক্রেটারি মো. শাহাদাত হোসেন, ৪ নং ওয়ার্ড সেক্রেটারি মো. কামাল হোসেন, ৭ নং ওয়ার্ড সেক্রেটারি, ছাত্রশিবিরের থানা সেক্রেটারি মো. শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলন্-া৩ আসনের এই এমপি প্রার্থী বলেন, জনগণের সহায়তায় জামায়াত সরকার গঠন করতে পারলে দেশে দুর্নীতি, চাঁদাবাজ এবং সন্ত্রাসমুক্ত করা হবে। এ জন্য তিনি আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।



