স্থানীয় সংবাদ

হাদিস পার্কে মানুষের ঢল : খালেদা জিয়ার সুস্থতার আশায় কাঁদল খুলনা

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতা সংকটাপন্ন অবস্থায় দাঁড়িয়ে আছে এমন মন্তব্য করে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, “বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে দেশের গণতন্ত্র টিকে থাকে, মানুষ নিরাপদ থাকে। তিনি শুধু একজন নেত্রী নন, তিনি রাষ্ট্রের সার্বভৌমত্বের জীবন্ত প্রতীক। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে খুলনার ঐতিহাসিক হাদিস পার্কে অনুষ্ঠিত গণ-দোয়া ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিল আয়োজন করে খুলনা মহানগর বিএনপি। সকাল থেকেই খুলনা মহানগরের নেতাকর্মীরা দোয়া মাহফিলে যোগ দিতে দলে দলে হাদিস পার্কে আসতে থাকেন। ফলে একসময় পুরো পার্ক ও আশপাশের সড়কভর্তি হয়ে যায় হাজারো মানুষের ভিড়ে। এড. শফিকুল আলম মনা আরো বলেন, যে মানুষটি নিজের জীবনকে দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন, যিনি দেশের গণতন্ত্র রক্ষায় বছরের পর বছর কারাবরণ করেছেন, তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় বন্দি রাখা হয়েছিল। আজ দেশের ক্রান্তিলগ্নে তার অভিজ্ঞ নেতৃত্ব ও উপস্থিতি বড় বেশি প্রয়োজন। তিনি বলেন, আমরা অবর্ণনীয় রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছি। মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতাÑসবকিছু আজ কঠিন চ্যালেঞ্জের মুখে। এ সময় বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে জাতিকে পথ দেখান এটাই মানুষের প্রত্যাশা। মনা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা যার যার জায়গা থেকে দোয়া করবেন। আল্লাহ যেন দেশনেত্রীকে হায়াতে তাইয়্যেবা দান করেন। তিনি বেঁচে থাকলেই দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে। অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা না থাকা অবস্থায় দেশ ও রাজনীতি কখনো পূর্ণতা পাবে না। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে অত্যন্ত চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করে বলেন, এবারের নির্বাচনটি শুধু নির্বাচন নয়Ñএটা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। আমাদের নেত্রী সুস্থ থাকলে তিনি নির্বাচন পর্যবেক্ষণ করবেন, দিকনির্দেশনা দেবেন, আমাদের সাহস জোগাবেন। তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সমস্ত প্রতিকূলতা কাটিয়ে খুব শিগগিরই বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসবেন, নেতৃত্ব দেবেন এবং দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবেন। আপনারা যে যেখানে আছেন মসজিদে, ঘরে, কর্মস্থলে দু’হাত তুলে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের নেত্রী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সুস্থ রাখেন, নিরাপদ রাখেন। খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন খুলনা সিটির সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, শাহরুজ্জামান মোর্তজা, ফখরুল আলম, বেগম রেহানা ঈসা, বদরুল আনাম খান, শের আলম সান্টু, থানার সভাপতি সেখ হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, এড. মোহাম্মদ আলী বাবু, কাজী মিজানুর রহমান, থানা সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, হাবিবুর রহমান বিশ্বাস, আসাদুজ্জামান আসাদ, শেখ ইমাম হোসেন, আব্বাস হাওলাদার, থানা সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পী, নাসির উদ্দিন, মতলবুর রহমান মিতুল, সাঈদ হাসান লাভলু, একরামুল কবির মিল্টন, মহিলা নেত্রী সৈয়দা নার্গিস আলী, এড. হালিমা আক্তার খানম, জাসাসের ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, কে এম এ জলিল, যুবদল নেতা আব্দুল আজিজ সুমন, রবিউল ইসলাম রুবেল, কৃষক দলের আহ্বায়ক আখতারুজ্জামান তালুকদার সজীব, শেখ আদনান ইসলাম দীপ, স্বেচ্ছাসেবক দলের মিরাজুর রহমান মিরাজ, ইস্তিয়াক আহম্মেদ, তাঁতী দলের আহ্বায়ক আবু সাঈদ শেখ, ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. আবু নাঈম কাজী, শ্রমিক দলের আহ্বায়ক মজিবর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, মিডিয়া সেলের মিজানুর রহমান মিলটন, সচিব রকিবুল ইসলাম মতি, ছাত্রদল নেতা মোহাম্মদ তাজিম বিশ্বাস, সৈয়দ ইমরান প্রমূক। এ ছাড়া নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন। বেগম জিয়ার সুস্থতার প্রত্যাশা হাদিস পার্ক রাজনৈতিক পরিবেশে মুখর হয়ে ওঠে। বিভিন্ন বয়স, পেশা ও শ্রেণির মানুষ উপস্থিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতকালে মহিলা, পুরুষ, প্রবীণ, তরুণÑসবাই একই সুরে হাত তুলে একটাই দোয়া করেন-“আল্লাহ, দেশনেত্রীকে সুস্থ করুন, নিরাপদে রাখুন।” খুলনার আকাশে একটাই প্রার্থনাÑ“ফিরে আসুন দেশনেত্রী”। দোয়া মাহফিলে অংশ নেওয়া অনেকেই বলেন, “খালেদা জিয়া সুস্থ না হলে দেশের রাজনৈতিক ভারসাম্য ধ্বসে যাবে। তিনি বেঁচে থাকলেই দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ।” দোয়া শেষে পুরো হাদিস পার্কে নেমে আসে এক আবেগঘন নীরবতাÑযেন একটাই প্রার্থনা ধ্বনিত হচ্ছে আকাশে, “তিনি সুস্থ হয়ে ফিরুনÑদেশকে আবার নেতৃত্ব দিন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button