স্থানীয় সংবাদ
খুলনা মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ

খবর বিজ্ঞপ্তি ঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে দলীয় প্রার্থী এরশাদ উল্লাহ’র উপর হামলার দুস্কৃতিকারিদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে আজ (১৩ ডিসেম্বর) শনিবার বিকাল তিনটায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
উক্ত বিক্ষোভ কর্মসূচি সফল করতে মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

