স্থানীয় সংবাদ

বেগম খালেদা জিয়া ১৮কোটি মানুষের কাছে দেশমায়ের মর্যাদায় অধিষ্ঠিত: বকুল

# খালিশপুরস্থ বাগেরহাট জেলা কল্যাণ সমিতির দোয়া মাহফিল #

স্টাফ রিপোর্টার ঃ বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষার সংগ্রামে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর সুস্থতা আজ শুধু বিএনপির নয়, সমগ্র জাতির প্রত্যাশা। দলমত নির্বিশেষে বেগম জিয়া বাংলাদেশের নেত্রী। তিনি এখন ১৮ কোটি মানুষের কাছে ‘মাদার ফিগার’Ñদেশমায়ের মর্যাদায় অধিষ্ঠিত। বিএনপির সমালোচকরাও মানেন, মতভেদ থাকলেও বেগম জিয়া আমাদের সকলের নেত্রী। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বাগেরহাট জেলা কল্যাণ সমিতি, খালিশপুরের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বকুল বলেন, বাংলাদেশের ইতিহাসে তিনবার প্রধানমন্ত্রী থাকা নারীদের মধ্যে একমাত্র বেগম জিয়া। দীর্ঘসময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তাকে স্বাভাবিকভাবেই জাতীয় নেতৃত্বের কেন্দ্রে নিয়ে এসেছে। ১/১১-এর সময় কারাবরণ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত গণতন্ত্রের দাবিতে সব আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অবিচল অবস্থানই তাকে একটি প্রতিরোধ-প্রতীকে রূপ দিয়েছে। দেশের বিভিন্ন সংকট, রাজনৈতিক সহিংসতা, ব্যক্তিগত আঘাতÑসবকিছু মোকাবিলা করেছেন ধীর ও সহনশীল ভঙ্গিতে। এই গুণ তাকে একজন মাতৃসুলভ দৃঢ় নেত্রী হিসেবে পরিচিত করেছে। বর্তমান স্বাস্থ্য সংকটের সময় দেখা গেছেÑবিপক্ষ রাজনীতির সমালোচকরাও তার সুস্থতা কামনা করেছেন। কারণ, তিনি শুধু একটি দলের নেত্রী নন; দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। নারীদের রাজনীতিতে অংশগ্রহণ বৃদ্ধি ও ক্ষমতায়নে তার ভূমিকা উল্লেখযোগ্য। অনেক নারী নেত্রীর কাছে তিনি অনুপ্রেরণার মূর্ত প্রতীক। গ্রাম থেকে শহরÑগরিব, শ্রমজীবী, কৃষক ও প্রান্তিক মানুষকে বারবার গুরুত্ব দিয়েছেন তিনি। তার দলীয় নীতিতেও কল্যাণ রাষ্ট্রের ধারণা স্পষ্ট। রকিবুল ইসলাম বকুল বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিস্তৃত ভূখ-ের মানুষের কাছে বেগম জিয়া অবিসংবাদিত নেত্রী। যে কোনো রাষ্ট্রীয় সংকটে জনগণ তার দিকেই তাকিয়ে থাকে। তিনি আরও দাবি করেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা আজ এমন এক অবস্থানে পৌঁছেছে যে, তিনি দলীয় সীমারেখা ছাড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ‘জনমায়ের’ মর্যাদা অর্জন করেছেন। আমরা শুধু বিএনপির কর্মী হিসেবে নয়Ñবাংলাদেশের নাগরিক হিসেবে তার সুস্থতা কামনা করি। কারণ, তিনি এই দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের এক অপরিহার্য অংশ। আলহাজ্ব আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির প্রধান উপদেষ্টা স ম আব্দুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদ, মোহাম্মদ খলিলুর রহমান, আনোয়ার হোসেন মৃধা, কাজী শফিকুল ইসলাম, মোঃ হেমায়েত উদ্দিন, শেখ মোঃ রাহাদুল হক কচি, ইঞ্জিনিয়ার শাহিন উদ্দিন, শেখ আল রুবেল, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল কবির, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোঃ আসাদ, মোহাম্মদ আব্দুর রহিম, বি এম মাফিজুল ইসলাম, সোহেল রানা প্রিন্স, ইঞ্জিনিয়ার এমদাদুল হক খান, মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ রহিম শেখসহ বাগেরহাট জেলার অসংখ্য নেতৃবৃন্দ। পরে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং প্রয়াত সকল নেতৃবৃন্দের রূহের মাগফিরাত কামনা করা হয়। সভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যাপকভাবে অংশ নেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button