নিজের হাতে প্যানা-সাইনবোর্ড অপসারণে বকুলের দৃষ্টান্ত

# খুলনা-৩ আসন #
খবর বিজ্ঞপ্তি ঃ বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে দৃষ্টান্ত স্থাপন করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ জুম্মা তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ হাতে প্যানা ও সাইনবোর্ড অপসারণ কার্যক্রম শুরু করেন। খুলনা-৩ আসনের বিভিন্ন এলাকায় ঘুরে বকুল নিজের নির্বাচনী প্রচারণার স্থাপনাগুলো অপসারণ করেন। এ সময় তিনি নেতাকর্মীদেরও একইভাবে নির্দেশনা দেনÑ “নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে, আমরা তা শতভাগ মানবো। আমাদের সব প্যানা-সাইনবোর্ড খুলে ফেলতে হবে। নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও আইনানুগ রাখতে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। বকুল আরও বলেন, আইন মানার মাধ্যমে আমরা জনগণের সামনে উদাহরণ সৃষ্টি করতে চাই। জনগণই সিদ্ধান্ত দেবে কে তাদের সেবা করবে। দলীয় নেতাকর্মীরা জানান, বকুলের নির্দেশনা অনুযায়ী খুলনা-৩ আসনের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে সব প্যানা ও সাইনবোর্ড অপসারণ করা হচ্ছে। স্থানীয় জনগণের মাঝেও তার এই উদ্যোগের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। এ সময় বিএনপির স্থানীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

