বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া ও কম্বল বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে খুলনা রেলওয়ে স্টেশনে মহানগর ছাত্রদলের নেত্রী শামসুন্নাহার নিশির উদ্যোগে দোয়া এবং ছিন্নমূল-এতিম শিশু ও অসহায় মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় শামসুন্নাহার নিশি তাঁর বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণের প্রতি সর্বদা সংবেদনশীল। তিনি সুদূর প্রবাসে থাকলেও বাংলাদেশে চলমান তীব্র শীত সম্পর্কে অবগত। তাঁরই নির্দেশনা ও আহ্বানে সাড়া দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিশি উল্লেখ করেন, তারেক রহমানের নির্দেশেই খুলনা মহানগর ছাত্রদলের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হচ্ছে। একইসঙ্গে তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেন। এর আগে সকালে স্থানীয় একটি মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা কোরআন খতম করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওলামা দলের খুলনা মহানগরের সভাপতি মাওলানা আবু নাঈম, ২১ নং ওয়ার্ড বিএনপির সদস্য রুহুল আমিন সুমন, যুবদলের সহ-সভাপতি মোঃ কবির হোসেন, খুলনা পলিটেকনিক কলেজ ছাত্রদল এর সভাপতি এনামুল হক মল্লিক, আরেফিন আল নাহিন, সুন্দরবন কলেজ ছাত্রদলের রাফিন, নাঈম, সিয়াম, সাগর সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

