স্থানীয় সংবাদ
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে এমইউজে খুলনার কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি ঃ শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ১৩ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিটে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং ১৪ ডিসেম্বর বেলা ১১ টায় ইউনিয়ন কার্যালয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৫ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিটে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং ১৬ ডিসেম্বর বেলা ১১ টায় দিবসের তাৎপর্য তুলে ধরে ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মরত সাংবাদিকসহ ইউনিয়নের সদস্যদের এ সকল কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা।

