স্থানীয় সংবাদ

মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় খুলনায় ছাত্রশিবিরের ‘হেল্প ডেস্ক’

খবর বিজ্ঞপ্তি ঃ ২০২৫-২৬ সেশনে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তায় ‘হেল্প ডেস্ক’ স্থাপন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা। শুক্রবার (১২ ডিসেম্বর) সারাদেশের সাথে খুলনায় মোট ৪টি কেন্দ্রে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছাত্রশিবির, খুলনা মহানগর শাখার ব্যবস্থাপনায় সকল কেন্দ্রে ‘হেল্প ডেস্ক’ স্থাপন করা হয়। হেল্প ডেস্কসমূহে ভর্তি পরীক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা, মোবাইল, ব্যাগ রাখার সুবিধা, বিনামূল্যে পানি, স্যালাইন, কফি, অভিভাবকদের জন্য বসার ব্যবস্থাসহ নানাবিধ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ভর্তি সহায়তা কার্যক্রমের বিষয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি আরাফাত হোসেন মিলন বলেন, “ছাত্রবান্ধব সংগঠন হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রশিবির ছাত্রদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। ভর্তি পরীক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকগণ বিভিন্ন এলাকা থেকে খুলনার কেন্দ্রসমূহে পরীক্ষা দিতে এসেছে। প্রতি বছরের ন্যায় তাদের সহায়তার উদ্দেশ্যে খুলনার ৪টি পরীক্ষা কেন্দ্রে হেল্প ডেস্ক স্হাপন করেছি। এর ফলে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় সহযোগিতা ও সমস্যার সমাধান সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের যে কোন সমস্যায় এবং তাদের স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছিয়ে দিতে যে কোনো সহযোগিতায় ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা সর্বদা নিয়োজিত থাকবে।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button