হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ঃ হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশে বক্তারা হাদীর ওপর হামলা প্রমাণ করে ঘোষিত ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীকে হত্যাচেষ্টার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে ঘোষিত ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। কিন্তু চব্বিশের জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে সে ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না। বক্তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানোর পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহবান জানান। জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে আজ (শুক্রবার) রাত সাড়ে আটটায় নগরীর বাবরি চত্বরে (শিববাড়ি মোড়) এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শিববাড়ি থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিববাড়ি মোড়ে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি রাকিব হাসানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহানগর সভাপতি ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা জামায়াতের আমীর জি এম শহীদুল ইসলাম, খালিশপুর থানা জামায়াতের আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হরিনটানা থানা জামায়াতের আমীর আব্দুল গফুর, সাবেক মহানগর সভাপতি ও সোনাডাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সেক্রেটারি ডা: সাইফুজ্জামান। মহানগর ছাত্রশিবিরের অফিস সম্পাদক ইসরাফিল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, মাদরাসা সম্পাদক হাফেজ মুজাহিদুল হক, বিজ্ঞান সম্পাদক জে আই সাবিত, স্কুল সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ, সমাজসেবা সম্পাদক নাঈম হোসাইন প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় আজিজুল ইসলাম ফারাজী বলেন, হত্যা, সন্ত্রাস করে নির্বাচন বানচাল করা যাবে না। এই বাংলাদেশে নির্বাচন হবে। হত্যা, সন্ত্রাস করে দিল্লির তাবেদারি করে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। তিনি অবিলম্বে হাদীর ওপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের আওতায় আনার দাবি জানান। সভাপতির বক্তব্যে মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি রাকিব হাসান বলেন, “দিল্লীর তাবেদার শক্তি জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশে হামলা করেছে। এই গুলি ব্যক্তি ওসমান হাদী নয়, বরং জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীন হওয়া বাংলাদেশের বুকে করেছে। পতিত ফ্যাসিস্টরা জেনে রাখুক আবু সাঈদের উত্তরসুরীরা প্রত্যেকেই একেকজন ওসমান হাদী। এক ওসমান হাদীর বুকে গুলি চললে লক্ষ ওসমান হাদী বুক চিতিয়ে দাঁড়াবে দিল্লীর গোলামদের বিরুদ্ধে।”
