স্থানীয় সংবাদ

খুলনার তেরখাদার সাচিয়াদহ মন্দিরে স্বর্গরথ উপহার

 

তেরখাদা (খুলনা) প্রতিনিধি ঃ

খুলনার তেরখাদায় সাচিয়াদহ পূর্বপাড়া সার্বজনীন পূজা মন্দিরে স্বর্গরথ উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন অগ্রপথিক সাচিয়াদহ। শুক্রবার বিকেলে সনাতন ধর্মীয় চেতনা, সাংস্কৃতিক ঐতিহ্য ও মানবিক মূল্যবোধের প্রতীক হিসেবে মন্দির প্রাঙ্গণে স্বর্গরথের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন স্বাস্থ্য পরিদর্শক (অবঃ) ননী গোপাল বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরবিন্দ বিশ্বাস, মনোজ বালা, হারাণ চন্দ্র ভক্ত, দিলীপ বিশ্বাস, বীরেন্দ্রনাথ টিকাদার, এসআই মাধব চৌধুরী, যুধিষ্ঠির বাইন, বিপুল মৈত্র, টিংকু বালা, প্রশান্ত বিশ্বাস, আশীষ মালাকার, দীনেশ বিশ্বাস, নিশিকান্ত বিশ্বাস, সুব্রত ঘরামী, উত্তম কুমার ঢালী এবং মিলন টিকাদার। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বর্গরথ আমাদের স্মরণ করিয়ে দেয়, যে জীবন হলো এক পবিত্র যাত্রা, যেখানে সত্য, ধর্ম, ন্যায় ও কল্যাণই হলো প্রকৃত পথপ্রদর্শক। এই রথের গতি যেন আমাদের অন্তরের অন্ধকার দূর করে আলোর পথে চলার আহ্বান জানায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button