স্থানীয় সংবাদ

নগরীর জোড়াগেটে অস্ত্র তৈরি কারখানা সন্ধান: বিপুল পরিমান অস্ত্র সরাঞ্জামাদি উদ্ধার

গোয়েন্দা পুলিশের হাতে আটক তিনজন

স্টাফ রিপোর্টার: নগরীর খালিশপুর থানাধীন জোড়াগেট গণপূর্ত ভবণের বিপরিতে এইচআরসি ভবণের গলির ভিতরে একটি লেদ ওয়ার্কসপ থেকে অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেল নগর গোয়েন্দা পুলিশ। গতকাল সন্ধ্যার পর বিপুল পরিমাণ দেশীয় পিস্তল সাদৃশ্য যন্ত্রাংশ উদ্ধার করে পুলিশ। যার মধ্যে রয়েছে পিস্তলের ডাইস, নল, ট্রিগার, পিস্তল তৈরির সকল সরাঞ্জামাদি ঢালাই করে তৈরি হতো। এ সময়ে সময়ে দোহা আয়রন ফাইন্ডারের মালিক নগরীর শের-এ বাংলা রোড এলাকার নজরুল, বানিয়াখামার এলাকার শহিদুল,ও দারোগা ভিটা এলাকার আকবর কে আটক করে গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ তৈমুর আলম বলেন, গতকাল নগরীর জোড়াগেট এইচআরসি ভবণের পাশের একটি গলির মধ্যে কারখানায় অস্ত্র তৈরি করা হচ্ছে মর্মে আমাদের কাছে এমন তথ্য ছিল। যার প্রেক্ষিতে আমরা অভিযান পচিালনা করি। এ সময়ে আমরা আসল পিস্তলের ট্রিগার, নলসহ অন্যান্য যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ সময়ে জড়িত তিনজনকে আটক করা হয়। তবে এসব অস্ত্র যন্ত্রাংশ বিষয়ে খোঁজ খবর নেয়া খবর নেয়া হচ্ছে। তবে একটি সূত্রে জানাগেছে এসব অস্ত্র যন্ত্রাংশ খুলনা বিশ^বিদ্যালয়ে বিএনসিসি’ শাখার কিনা? এমন প্রশ্নে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, দেখতে সব কিছু আসল পিস্তলের যন্ত্রাংশের মত। এছাড়া এসব পিস্তল তৈরির যন্ত্রাংশ বিষয়ে বিশ^বিদ্যালয়ের কোন অনুমতির কাগজপত্র আছে কিনা আমরা বিষয়টি যাচাই বাচাই করছি। তবে ট্রিগার থাকাটায় একটা সন্দেহের বিষয় রয়েছে। নকল রাইফেল বা পিস্তলে কখনও ট্রিগার থাকেনা। এ বিষয়ে কেএমপি’র উপ পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, গতকাল সন্ধ্যায় নগর গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে জোড়াগেট এইচআরসি ভবণের পাশের একটি গলির মধ্যে একটি ওয়ার্কসপ থেকে অস্ত্র তৈরি যন্ত্রাংশর উদ্ধার করা হয়েছে। আমরা যাচাই বাছাই করছি। বিষয়টি নিয়ে আসল রহস্য বের করার জন্য সব কিছু নিয়ে তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button