স্থানীয় সংবাদ

যে সকল মহান মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমার দেশ স্বাধীনতা পেলো তাদেরকে কিভাবে ভুলতে পারি-আজিজুল বারী হেলাল

দিঘলিয়া প্রতিনিধি ঃ বিকেল সাড়ে ৪ টায় দিঘলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় মুক্তিযোদ্ধাদের পরিবার এবং সন্তানরাও উপস্থিত ছিলেন।
সভায় কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল প্রধান অতিথির বক্তব্যে বলেন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা আপনারা (দিঘলিয়ার মুক্তিযোদ্ধাদের সাথে)। আপনাদের সাথে কথা বলতে পেরে আমি খুবই আনন্দিত। একই সাথে আমি গভীর শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যারা আহত ও শহীদ হয়েছেন।যাদের ত্যাগের বিনিময়ে আমার দেশ স্বাধীনতা পেলো তাদেরকে কিভাবে ভুলতে পারি। কিন্তু আপনাদের সেই অসামান্য অবদান আজ একটি দলের জন্য বিলীন করার ষড়যন্ত্র চলছে।আজকে আপনাদের সামনেই আমার দল বিএনপি অঙ্গীকার করছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো প্রকারে হাতছাড়া করতে দিবেনা। আপনারা জানেন অনেকেই ২৪ এর গনঅভ্যুথান স্বাধীনতার সাথে তুলনা করে কিন্তু বিএনপি একমাত্র দল বলেছে স্বাধীনতা যুদ্ধের সাথে কোনো অভ্যুত্থান মেলানো যাবেনা। ছাত্র জনতার অভ্যুত্থান এর মাধ্যমে একটি ফ্যাসিস্ট মাফিয়া সরকারকে বিদায় করেছে। তাদের অবদান অস্বীকার কেউ করছেনা। তার মানে এই না যে মহান স্বাধীনতার সাথে তুলনা হতে পারে।
এজন্য বিএনপি বলেছে “সবার আগে বাংলাদেশ।” আজিজুল বারী হেলাল বলেন, আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এরপর সন্ধ্যায় তিনি চন্দনীমহলে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় করেন। সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির শেখ আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, সেতারা বেগম, মুক্তিযোদ্ধা দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ, মৃণাল হালদার, মাস্টার সাখাওয়াত হোসেন, মনির কমান্ডার, ইদ্রিস হাওলাদার। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুর রহমান মিন্টু, মোজ্জামেল শরীফ, নাজমুল মোল্লা, মনির মোল্লা, কুদরত ই এলাহি স্পিকার, আব্দুল কাদের জনিসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button