দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি আটক

দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার আসামী মোঃ শাহিন মিয়া (২৯) কে গ্রেফতার করেছে দিঘলিয়া থানা পুলিশ।
দিঘলিয়া থানা পুলিশের এক সূত্র থেকে জানা যায়, গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে খুলনার দিঘলিয়া থানায় দায়েরকৃত মামলা নং ৩ (১২)২৫ অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯ (১) ধারায় এজাহারনামীয় একমাত্র আসামি মোঃ শাহিন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম এর নেতৃত্বে একটি আভিযানিক টিম দিঘলিয়ার গোয়ালপাড়া এলাকা থেকে উক্ত আসামি কে আটক করে।
গ্রেফতারকৃত আসামির পিতা মোঃ আলী হোসেন মোল্লা। তার বাড়ি খুলনা জেলার দিঘলিয়া থানাধীন গোয়ালপাড়া গ্রামে। জানা যায়, দিঘলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায়, মামলাটির অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্তাধীন রয়েছে। গ্রেফতারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


