ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়, সততা ও সমৃদ্ধির পতাকা উচ্চু করে তুলে ধরতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : মাওলানা আবুল কালাম আজাদ

# রাড়–লী ও গদাইপুর ইউনিয়নে গণসংযোগ #
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের ভূমিকা অপরিসীম। তাদের প্রথম ভোটটি সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের হাতকে শক্তিশালী করতেই ব্যবহার করতে হবে। দাঁড়িপাল্লার পক্ষে তরুণদের সমর্থন আমাদের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে। তিনি বলেন, সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের একমাত্র পথ হলো ইসলামের আদর্শকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন, বাংলার জমিনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়, সততা ও সমৃদ্ধির পতাকা উচ্চু করে তুলে ধরতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মা-বোনসহ হিন্দু-মুসলিম সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে এসে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় সঠিক সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান তিনি। রোববার (১৪ ডিসেম্বর) খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলার রাড়–লী ও গদাইপুর ইউনিয়নে গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় তার সঙ্গে খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্ম পরিষদ সদস্য এস এম আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণের সহ সভাপতি মাওলানা শেখ কামাল হোসেন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুর রহিম, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী, সেক্রেটারি মো. অয়েসকুরুনী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, উপজেলা কর্ম পরিষদ মাওলানা আব্দুল কুদ্দুস, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুলমাল সেক্রেটারি আকবর হোসেন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি এস কে মহিববুল্লাহ, ইসলামী ছাত্রশিবির পাইকগাছা উপজেলা দক্ষিণ থানার সভাপতি তারিক মাহমুদ শিশির, পৌরসভা সেক্রেটারি শহিদুল ইসলাম, ইউনিয়ন আমীর হাফেজ তৌহিদুজ্জামান নূর, নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, অধ্যাপক ইন্তাজ আলী, ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি আব্দুল মমিন মোড়ল, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সাবেক সভাপতি শেখ ফজলুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাহবুবুর রহমান মন্ডল, প্রচার বিভাগ সেক্রেটারি ডা. খাইরুল আলম, ১ নং ওয়ার্ড সভাপতি মো. শহিদুল ইসলাম, ২ নং ওয়ার্ড সভাপতি মো. মিজানুর রহমান, ৩ নং ওয়ার্ড সভাপতি মো. মোত্তাজুল ইসলাম, ৪ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আজিজুর রহমান, ৫ নং ওয়ার্ড সভাপতি মো. হুসাইন আলী, ৬ নং ওয়ার্ড সভাপতি মো. গোলাম মোস্তফা, ৭ নং সভাপতি হাফেজ খাইরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি হাফেজ আবু হাসান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাওলানা আবুল কালাম আজাদ বলেন, গ্রাম-গঞ্জে দাঁড়িপাল্লার এই গণজোয়ার দেখে আমার বন্ধুদের মাথা একটু খারাপ হয়ে গেছে। ওনাদের কিচ্ছুই তো বলার নেই, ওনারা এখন বলেন, তারা এখন বেহেস্তের টিকিট বিক্রি করতেছে। ভাই, আমরা বেহেস্তের টিকিট বিক্রি করি না। আলেম-উলামা, পীর মাশায়েখরা মহান আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের যে পথ আর জান্নাতের যে পথ প্রিয় নবী (সা.) এর কাছ থেকেই এই জাহান্নাম আর জান্নাত এই দুইটা পথের যে সন্ধান আমরা পেয়েছি। কোন পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যাবে, কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে সেই পথের শিক্ষাটা উম্মতে মোহাম্মাদী হিসেবে আমরা মানুষের কাছে পেশ করে থাকি। এইটা আমাদের দাবি, এটাই আমাদের দায়িত্ব।


