বাগেরহাটে জাপান প্রবাসীর বাড়িতে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণ লুট

বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ সুন্দরঘোনা এলাকায় জাপান প্রবাসীর বাড়িতে শনিবার গভীর রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ী মালিক জাপান প্রবাসী খন্দকার রবিউল ইসলামের পিতা অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা খন্দকার আবু জাফর রবিবার দুপুরে জানান, তার দুই ছেলে। বড় ছেলে খন্দকার মাইনুল ইসলাম ব্যবসা করে। আর ছোট ছেলে খন্দকার রবিউল ইসলাম জাপানে কর্মরত। ঘটনার সময় বাড়িতে তিনি, তার স্ত্রী ও বড় ছেলে ও তার স্ত্রী উপস্থিত ছিলেন। গভীর রাতে বাথরুমে যাওয়ার সময় বাড়ীর কাছে ওৎপেতে থাকা ডাকাত দল আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তার হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এ সময় পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসলে তাদেরও বেঁধে ফেলে। এরপর তারা বাড়ীর বিভিন্ন কক্ষ তছনছ করে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এতে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা। বড় ছেলে খন্দকার মাইনুল ইসলাম জানান, ৬/৭ জনের ডাকাতরা তার কক্ষের দরজা ভেঙ্গে প্রবেশ করে। অস্ত্রের মুখে তাকে ও তার স্ত্রীকে জিম্মি করে হাত ও মুখ বেঁধে ফেলে। এরপর তার কক্ষের ড্রয়ার ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার এবং নগদ সোয়া ৩ লাখ টাকা লুট করে। গৃহকর্তা খন্দকার আবু জাফরের স্ত্রী জাহানারা বেগম বলেন, ‘ডাকাতরা তার কক্ষে ঢুকে অস্ত্র ঠেকিয়ে কম্বল দিয়ে মুখ ঢেকে রাখে। তার কক্ষে থাকা মেয়ের ৭ ভরি ও নিজের ৩ ভরি স্বর্ণালংকারসহ নগদ প্রায় ৪০ হাজার টাকা লুট করে নেয়। এরা ৭ জনের ডাকাতদলে ৬ জন পুরুষ ও একজন নারী ছিল বলে পরিবার থেকে বলা হয়। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাসুম খান জানিয়েছেন, ডাকাতির খবর পেয়ে সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


