নির্বাচন কমিশনের নির্দেশনায় বটিয়াঘাটা প্রশাসন রাস্তার পাশে প্রচারণা সামগ্রী অপসারিত

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বটিয়াঘাটা উপজেলা প্রশাসন বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণ কার্যক্রম গতকাল রবিবার থেকে শুরু করেছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে গল্লামারী ব্রীজ হতে জিরোপয়েন্ট পর্যন্ত খুলনা-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশ, জিরোপয়েন্ট এলাকা, জিরোপয়েন্ট হতে যশোর রোডে বটিয়াঘাটা উপজেলার সীমানা পর্যন্ত রাস্তার দুই পাশ, জিরোপয়েন্ট হতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কৈয়া বাজার পর্যন্ত রাস্তার দুই পাশের প্রচারণা সামগ্ৰী অপসারিত করা হয়েছে । আজ সোমবার ১৫ ডিসেম্বর জিরোপয়েন্ট হতে রূপসা সেতুর বাইপাস সড়কের বটিয়াঘাটা সীমান্ত পর্যন্ত রাস্তার দুই পাশ, গল্লামারী হতে খুলনা- চালনা মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোড পর্যন্ত রাস্তার দুই পাশ, সাচিবুনিয়া হতে খুলনা-চালনা মহাসড়কের পানখালী ফেরিঘাট পর্যন্ত রাস্তার দুই পাশ এবং বটিয়াঘাটা উপজেলা সদর বাজার এলাকা ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা টাঙ্গানো প্রচারণা সামগ্ৰী অপসারিত করা হবে । এছাড়াও আগামী ১৭ ডিসেম্বর বুধবার উপজেলার আমীরপুর থেকে ভান্ডারকোট ইউনিয়ন হালিয়া ব্রীজ পর্যন্ত রাস্তার দুই পাশ প্রচারণা সামগ্রী অপসারিত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন । এসময় প্রায় দুই ট্রাক ব্যানার,প্যানা, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়েছে বলে জানা গেছে ।

