নিহত অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে : হত্যাকারী এখনও ধরাছোঁয়ার বাইরে

কালিয়া (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইলের কালিয়া উপজেলায় চিত্রা নদীর তীর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক নারীর লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তবে ঘটনার একাধিক দিন পার হলেও হত্যাকা-ের সঙ্গে জড়িতদের এখনও শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে কালিয়া থানার পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলীস্থান কবরস্থানের নিকট চিত্রা নদীর তীরে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে বিভিন্ন সূত্র ও আলামতের ভিত্তিতে নিহত নারীর পরিচয় নিশ্চিত হয়। তিনি মোছাম্মৎ কেয়া খাতুন (২৫)। তাঁর পিতা মোঃ দুলাল মিয়া ও মাতা ফরিদা খাতুন। নিহত কেয়ার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া গ্রামে বলে জানা গেছে। পরে কেয়ার খালা ও ভাই কালিয়া থানায় এসে লাশটি সনাক্ত করেন।
এ ঘটনায় কালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৩, তারিখ ৪ ডিসেম্বর ২০২৫। মামলার তদন্তভার দেওয়া হয়েছে বড়দিয়া পুলিশ ফাড়ির সাব-ইন্সপেক্টর মোঃ ওয়াহিদকে।
কালিয়া থানা পুলিশ জানায়, এটি একটি পরিকল্পিত হত্যাকা- কি না, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পেছনের কারণ, নিহতের সর্বশেষ অবস্থান এবং তাঁর সঙ্গে কারা ছিলেনÍএসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। হত্যাকারীকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে নিহত কেয়ার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।


