স্থানীয় সংবাদ

ইউসেপ এর আয়োজনে খুলনায় চাকরি মেলা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : গতকাল অস্ট্রেলিয়ান এইড ও গ্রিভেট প্রকল্পের অর্থায়নে, ইউসেপ বাংলাদেশ, খুলনা অঞ্চলের আয়োজনে গতকাল ১৫ ডিসেম্বর সোমবার ইউসেপ খুলনার আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে “চাকরি মেলা-২০২৫” এর আয়োজন করা হয়েছে।
বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ পরবর্তী চাকরি নিশ্চিত করার লক্ষ্যে এ চাকরি মেলার আয়োজন করা হয়। মেলায় দেশী বিদেশী ২৭ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং মেলায় বেকার যুবাদের সরাসরি সক্ষাৎকার গ্রহণ ও জীবনবৃত্তান্ত সংগ্রহ করে এবং পর্যায়ক্রমে চাকরির ব্যবস্থা করবে। সোমবার সকাল ১০ টায় এ চাকুরি মেলার কার্যক্রম শুরু হয়ে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত চলে। মেলার দ্বিতীয়ার্ধে ইউসেপ বাংলাদেশ এর শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।
ড. মোহাম্মদ আবু ইউসুফ, মাননীয় সেক্টেটারি, সমাজকল্যাণ মন্ত্রণালয় এর উপস্থিতিতে অতিথিবৃন্দ বেলুন উড্ডয়ন ও কেক কেটে মেলার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন ইউসেপ খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, আমরা এখানে ১১ টি ট্রেডের পাশাপাশি সফ্ট স্কিল এবং অটোমেশনের উপর প্রশিক্ষণ দিয়ে যুবক-যুবাদের দক্ষ করে গড়ে তুলি এবং তাদেরকে শোভন কর্মসংস্থানের ব্যবস্থা করি। প্রতি বছর এখান থেকে প্রায় দুই হাজার ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে, ড. মোহাম্মদ আবু ইউসুফ, মাননীয় সেক্টেটারি, সমাজকল্যাণ মন্ত্রণালয় বলেন, “ইউসেপ বাংলাদেশ একটি ভিন্নধর্মী প্রতিষ্ঠান যারা সমাজের যুবক-যুবাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ। তিনি তাঁর বক্তব্যের মাঝে সফ্ট স্কিল ও কমিউনিকেশন স্কিলের উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করেন। তিনি আরো বলেন যে, ইউসেপ বাংলাদেশ যেন বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ করে যুগউপযোগী ও ইন্ডাস্ট্রির চাহিদাকে মাথায় রেখে তাদের স্কিল প্রোগাম যেন ডিজাইন করে। বক্তব্যের শেষে চাকরি মেলায় আগত সকল চাকরি দাতা প্রতিষ্ঠান ও অংশগ্রহনকারীদের ধন্যবাদ জানায় ”
বিশেষ অতিথির বক্তব্যে জনাব কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খুলনা, বলেন “বাংলাদেশের মানুষরা এখনো সাধারণ শিক্ষার প্রতি আগ্রহী, স্কিল ভিত্তিক শিক্ষার প্রতি তাদের কোন আগ্রহ নেই। ছাত্র-ছাত্রীর মাঝে শুধুমাত্র ১৪% স্কিল ভিত্তিক শিক্ষার প্রতি আগ্রহ দেখাচ্ছে। আমাদেরকে দক্ষ নাগরিক হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, আর এ ক্ষেত্রে কারিগরি শিক্ষার বিকল্প নেই”
জনাব সিফাত মেহনাজ,অতিরিক্ত বিভাগীয় কমিশনার, বলেন, “বিশে^ দক্ষ নাগরিকের অনেক অভাব, ইউসেপ বাংলাদেশ ছাত্র-ছাত্রীদের হাতের কাজের প্রশিক্ষণ দিয়ে দক্ষ নাগরিক করে গড়ে তুলছে এবং বাংলাদেশের আর্থিক ক্ষেত্রে বিশেষ ভুমিকা পালন করছে। তিনি তাঁর পরামর্শে বলেন, আমাদেরকে এমন প্রশিক্ষণের প্রতি আগাতে হবে যার বিশ^ব্যাপি চাহিদা রয়েছে। ”
এছাড়াও ড. বি.এম ইকরামুল হক প্রফেসর,গণিত বিভাগ,খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) বলেন, আগামী দিনের চাকরিতে টিকে থাকতে হলে আমাদেরকে টেকনিক্যাল জ্ঞান থাকতে হবে, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা না থাকলে চাকরিতে টিকে থাকতে পারবে না। আমাদের জনগনকে একটি রিজার্ভ হিসাবে গড়ে তুলতে হবে। শুধু অর্থই একটা দেশের রিজার্ভ হয় না, দক্ষ নাগরিকও একটি দেশের রিজার্ভ হতে পারে। তাই আমাদেরকে যুগোপযোগী জ্ঞান অর্জন করতে হবে”
অনুষ্ঠানের সভাপতি জনাব এ.এম.এম মহসিন, ইউসেপ বাংলাদেশের পরিচালক, পিপল এ্যান্ড এডমিনিস্ট্রেশন বলেন, “ইউসেপ বাংলাদেশ আগামী ৫ বছরের জন্য তাদের কর্মপরিকল্পনায় সমাজ ভিত্তিক বা বিশ^ব্যাপি গ্রহণযোগ্য স্কিল নিয়ে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন। তিনি আরো বলেন যে, আমরা আগামীতে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে দক্ষ ব্যক্তিদের আমাদের কার্যক্রমের সাথে যুক্ত করে আরো যুগোপযোগী প্রশিক্ষণ দিব, পাশাপাশি আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বা প্রতিষ্ঠানে আমরা প্রশিক্ষক দিব”
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব আবু সালেহ মোহাম্মদ ফেরদাউস খান, পরিচালক, পাবলিক পার্টনারশীপ মেনেজমেন্ট, ইউসেপ বাংলাদেশ, জনাব ড: বি.এম ইকরামুল হক, প্রফেসর, গণিত বিভাগ, কুয়েট ও সদস্য, অ্যাডভাইজারি কাউন্সিল, ইউসেপ খুলনা, জনাব ইশতিয়াক আহমেদ আকন্দ, পরিচালক, মিতালী ফুডস লি: ও সহ-সভাপতি, অ্যাডভাইজারি কাউন্সিল, ইউসেপ খুলনা, জনাব মো: মিজানুর রহমান খান, হেড অব এইচআর, ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রা: লি:। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ব্যবসায়িবৃন্দ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ।
উক্ত চাকরি মেলায় চাকুরী প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপ, প্রাণ গ্রুপ, আবুল খায়ের গ্রুপ (শাহ সিমেন্ট ফ্যাক্টরি), নাভানা গ্রুপ, ম্যাটাডোর, অনার বাংলাদেশ, হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, ট্রান্স এশিয়া (উত্তরা মোটরস), সুপার ফর্মিকা অ্যান্ড ল্যামিনেশন লিমিটেড (টি.কে গ্রুপ), ডাচ বাংলা প্যাক ইন্ডাস্ট্রি লিমিটেড, এসপ্রিট অ্যাপারেলস লিমিটেড, ফন্ট ডেস্ক বাংলাদেশ, ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, বাংলাদেশ এডিবল অয়েলস লি:, সালাম জুট মিলস লিমিটেড, সেফওয়ে টেকনোলজি লিমিটেড, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শোভন গ্রুপ, অটো ডায়নামিক্স খুলনা, আরএফএল গ্রুপ, বিডিজবস.কম, উজালকুর ইঞ্জিনিয়ারিং, ইউআরও গ্রুপ, আব্দুল্লাহ ব্যাটারি কোং (প্রা.) লিমিটেড, হ্যামকো, জুট টেক্সটাইলস লিমিটেড, ফার্নিচার ওয়ার্ল্ড, সিটিজেন ল্যাব, খুলনাসহ স্বনামধণ্য ইন্ডাস্ট্রির প্রতিনিধিগণ।
উক্ত মেলায় আনুমানিক ১৭৮৯ চাকুরী প্রত্যাশীরা তাদের পছন্দের কোম্পানীতে সিভি জমা দেন এবং স্পট ইন্টারভিউ এর মাধ্যমে ০৭ জনের চাকুরী নিশ্চিত হয় এবং আরো ৯৭ জন চুড়ান্তভাবে নির্বাচিত হয়। খুবই আনন্দঘন ও শিক্ষণীয় পরিবেশে চাকরি মেলাটি সম্পন্ন হয়।
এছাড়াও ইউসেপ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা লিন্ডসে এল্যান চেইনীর নামে প্রতিষ্ঠিত এল. এ বিজ্ঞান ক্লাবের শিক্ষা–র্থীরা তাদের বিভিন্ন ইনোভেটিভ প্রকল্প মেলায় প্রদর্শন করেন, যা এক ভিন্নমাত্রা যোগ করে। ইউসেপ খুলনা অঞ্চলের ৬টি টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে এবং বিচরের বিভিন্ন মানদন্ডের আলোকে ৩টি প্রজেক্টকে পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য যে, ১৯৭২ সাল থেকে ইউসেপ বাংলাদেশ শহরের সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশু কিশোরদের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাজুয়েটদের কর্মসংস্থানে সহযোগিতা প্রদান করে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button