দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বেতারের ভূমিকা শীর্ষক সেমিনার

স্টাফ রিপোর্টার ঃ আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার খুলনার আয়োজনে ‘দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বেতারের ভূমিকা শীর্ষক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বেতার খুলনার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক নুরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক ড.আনজুম তাসনুভা । মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতি বছর ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও বজ্রপাতসহ নানা প্রাকৃতিক দুর্যোগে দেশের মানুষের জানমাল ক্ষতিগ্রস্ত হয়। এসব দুর্যোগ মোকাবেলায় আগাম সতর্কতা ও সঠিক তথ্য পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে বাংলাদেশ বেতার দীর্ঘদিন ধরে একটি নির্ভরযোগ্য ও কার্যকর গণমাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দুর্যোগের পূর্বাভাস প্রচারে বাংলাদেশ বেতার একটি অপরিহার্য মাধ্যম। আবহাওয়া অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ঘূর্ণিঝড় সংকেত, বন্যা সতর্কতা ও জরুরি নির্দেশনা দ্রুত প্রচার করা হয়। বিশেষ করে উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে, যেখানে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ সীমিত, সেখানে ব্যাটারিচালিত রেডিওর মাধ্যমে বেতারের বার্তা মানুষের কাছে পৌঁছে যায় এবং তারা নিরাপদ আশ্রয় গ্রহণে সচেতন হয়। দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ বেতার শুধু তথ্য প্রচারেই সীমাবদ্ধ থাকে না, বরং মানুষের মধ্যে সাহস, ধৈর্য ও সচেতনতা তৈরি করে। ত্রাণ কার্যক্রম, আশ্রয়কেন্দ্রের অবস্থান, স্বাস্থ্যবিধি ও করণীয় বিষয়ে নিয়মিত প্রচার জনগণের বিভ্রান্তি দূর করতে সহায়তা করে। পাশাপাশি গুজব ও ভুল তথ্য প্রতিরোধে বেতার নির্ভরযোগ্য তথ্যের উৎস হিসেবে কাজ করে। দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতি নিরূপণ, পুনর্বাসন কার্যক্রম এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য করণীয় বিষয়ে বাংলাদেশ বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্ষতিগ্রস্ত মানুষের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পায় এবং পুনর্গঠন কার্যক্রমে সমন্বয় সহজ হয়।
সব মিলিয়ে বলা যায়, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বেতার একটি পরীক্ষিত, আস্থাভাজন ও জনগণমুখী গণমাধ্যম। আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষিত জনবল ও ডিজিটাল মাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদার করা হলে ভবিষ্যতে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বেতারের ভূমিকা আরও কার্যকর ও শক্তিশালী হবে। সেমিনারে উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রকৌশলী তাজুন নিহার, আঞ্চলিক পরিচালক মোঃ শামীম হোসেনসহ বেতারের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


