কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়নের স্থগিত নির্বাচন আগামী ১০ কর্ম দিবসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ আদালতের

স্টাফ রিপোর্টার ঃ বন্ধ করা খুলনা সিটি কপোরেশন এমপ্লয়ীজ ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন আগামী ১০ কর্ম দিবসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে আদালত। খুলনা শ্রম আদালতের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ এসএম আশিতুর রহমান সোমবার এ আদেশ দেন। এ আদেশের মাধ্যমে এমপ্লয়ীজ ইউনিয়নের নির্বাচন করতে আর কোন বাধা রইল না। খুলনা সিটি কর্পোরেশন এমপ্লয়ীজ ইউনিয়নের তফশিল অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ১৩ সেপ্টেম্বর। প্রার্থীদের সকল প্রস্তুতি থাকলেও নির্বাচন কমিশনার হঠাৎ করেই অবৈধভাবে নির্বাচন স্থগিত করে দেন। অবিলম্বে নির্বাচনের দাবিতে এমপ্লয়ীজ ইউনিয়নের সাঃ সম্পাদক প্রার্থী আশরাফুল ইসলাম বাদী হয়ে শ্রম আদালতে মামলা দায়ের করেন। যার নং-৫৮/২৫। মামলার দীর্ঘ শুনানী শেষে অবশেষে আদালত আগামী ১০ কার্যদিবসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে আদেশ দিয়েছেন। একই সাথে সকল আইন মেনে এ নির্বাচন সম্পন্ন করতে বলা হয়। একই সাথে একজন শ্রম পরিচালকের তত্ত্ববধানে এ নির্বাচন সম্পন্ন করার আদেশ দেয়া হয়। মামলার বাদি আশরাফুল বলেন, পূর্বের তফশিল অনুযায়ী এ নির্বাচন হবে। তফশিল অনুযায়ী যে পর্যন্ত নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হয় তার পর থেকে নির্বাচন কার্যক্রম পরিচালনা করবে। ওই নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন কেসিসি কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহা।


