স্থানীয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধিমালা প্রতিপালন আবশ্যক

খবর বিজ্ঞপ্তি ঃ আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ব্যালটের মাধ্যমে বিরতিহীনভাবে সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে নির্বাচনি আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালন করা আবশ্যক। জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫: বিধি-১৫ (খ) : অনুসারে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা উহার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয় এবং কোনো সরকারি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রকার নির্বাচনি প্রচারণা চালাতে পারিবেন না। বিধি-৭ (ঞ) : ব্যানার, লিফলেট বা হ্যান্ডবিল ও ফেস্টুন পলিথিনের আবরণ এবং প্লাস্টিক (পিভিসি) ব্যানার ব্যবহার করা যাইবে না। বিধি-১৫ (ক) : নির্বাচনি প্রচারকালে ব্যক্তিগত কুৎসা রটানো, অশালীন এবং আক্রমণাত্মক বা ব্যক্তিগত চরিত্র হনন করিয়া বক্তব্য প্রদান বা কোনো ধরণের তিক্ত বা উস্কানিমূলক বা মানহানিকর কিংবা লিঙ্গ, সাম্প্রদায়িকতা বা ধর্মানুভুতিতে আঘাত লাগে এমন কোনো বক্তব্য প্রদান করতে পারিবেন না। বিধি-১৮ : ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনি প্রচার শুরু করিতে পারিবেন না এবং ভোট গ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী ৪৮ ঘন্টা পূর্বে নির্বাচনি প্রচারণা সমাপ্ত করিবেন। বিধি-২৭ (ক) : অনুসারে কোনো প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করিলে অনধিক ছয় মাস কারাদন্ড অথবা অনধিক এক লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডনীয় হইবেন। মসজিদ, মন্দির, বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয়, সরকারি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনি প্রচারণামূলক কার্যক্রম যাতে না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হলো। আ. স. ম. জামশেদ খোন্দকার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button