ফেব্রুয়ারির নির্বাচন হবে স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন : হেলাল

তেরখাদা (খুলনা) প্রতিনিধি ঃ আগামী জাতীয় নির্বাচন হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচনÑএমন মন্তব্য করেছেন বিএনপির তথ্য সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী জননেতা আজিজুল বারী হেলাল।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে খুলনার তেরখাদা উপজেলার নেবুদিয়া এলাকার রওজাতুল আতফাল মাদ্রাসায় কোরআনের হাফেজ, শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অঙ্গসংগঠনের কার্যালয় এবং বারাসাত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালতলা বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন স্থানে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় আজিজুল বারী হেলাল বলেন, “প্রিয় তেরখাদা ও বারাসাতের মানুষ, আসসালামু আলাইকুম। বিএনপি ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ গোটা বাংলাদেশ নির্বাচনী আমেজে রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের মানুষসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ দোয়া করছেন।” তিনি বলেন, “এক সময় যাদের দ্বারা নির্যাতিত ও অসম্মানিত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজ তারাই পলাতক। আর মহান আল্লাহ তাকে যে সম্মান দিয়েছেন, তা আজ বিশ্ববাসী দেখছে।” আজিজুল বারী হেলাল অভিযোগ করে বলেন, একটি বিশেষ দল এ অঞ্চলে গুজব ছড়াচ্ছেÑতাদের প্রতীকে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে। তিনি বলেন, “আল্লাহ স্পষ্ট করে দিয়েছেনÑকলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ও ভালো আমলের ভিত্তিতে বিচার হবে। তাই বিভ্রান্ত হবেন না। সহজ-সরল মানুষের আবেগকে পুঁজি করে কেউ যেন আপনাদের ভুল পথে নিতে না পারে।” তিনি আরও বলেন, “বিএনপি সরকার গঠন করলে তেরখাদার অবহেলিত মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো হবে। এখানে আধুনিক হাসপাতাল, হিমাগার, দুগ্ধখামার, খাল খনন এবং উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। আমি প্রায় ৪০ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। আপনারা যদি আমাকে সংসদে পাঠান, ইনশাআল্লাহ আধুনিক তেরখাদা গড়ে তুলব।”
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু,শেখ আব্দুর রশিদ,আনিসুর রহমান আনিস,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু,রেজাউল ইসলাম রেজা,শফিকুল ইসলাম বাচ্চু,নয়ন মোড়ল,মো:রয়েল, উপজেলা বিএনপি ও অংগ সংগঠন এর উপজেলা বিএনপির সার্চ কমিটির,হাবিবুর রহমান হাবি,ফখরুল ইসলাম চৌধুরী বুলু,মাহাবুর মোল্লা, ইকরাম হোসেন জোমাদ্দার, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক নাইম,একরাম,হুমায়ুন মোল্লা, এমদাদ, আলমগীর, পলাশ মেম্বার,কহিনুর বেগম, সোহাগ মুন্সি, আমিনুর রহমান, সাব্বির আহমেদ টগর, ইমামুল মোল্লা,শামিম আহমেদ রমিজ, সোহেল,লিমন, আসাদ, জাহিদসহ জেলা,উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


