বরিশাল সমিতির উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি ঃ ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার উদ্যোগে অদ্য সন্ধ্যায় নগরীর শেখপাড়া ডালমিল মোড়স্থ হক নার্সিং হোমের মিলনায়তনে ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা এবং স্বাধীনতা যুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মালেক এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তৃতা করেন সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার। সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক রোটারিয়ান আলতাফ হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বিষয় ভিত্তিক আলোচনা করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জলিল খান কালাম, ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: নুরুল হক ফকির, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, মেজর ডোনার মেম্বার এম এ সালাম, মোঃ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মাহাবুবুর রহমান শামীম, সদর থানার সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান, খালিশপুর থানার সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, সোনাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, ১২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুজিবর রহমান বাবুল প্রমুখ। সভা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর আশু সুস্থতাও কামনা করা হয়। একই সাথে সমিতির অসুস্থ ও প্রয়াত সদস্যদের জন্যও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুজিবর রহমান খন্দকার।


