“সকল বিভেদ ভুলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়াই হোক বিজয় দিবসের অঙ্গীকার”

খুলনায় বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা–
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, “এবারের বিজয় দিবসের অঙ্গীকার হোক ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক, পরাজিত শক্তি ভারতের দোসর আওয়ামী লীগ নিপাত যাক; জাতীয় স্বার্থে সকল বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ। সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হলেই ১৯৭১ থেকে ২০২৪ স্বাধীন বাংলাদেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের স্বপ্ন ও চেতনা পূরণ হবে।” মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখার উদ্যোগে আজ (সোমবার) সন্ধ্যা ৬টায় নগরীর শহীদ আমিনুল ইসলাম বিমান মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহানগর সভাপতি ও মহানগর জামায়াতের যুব বিভাগীয় সেক্রেটারি মুকাররম বিল্লাহ আনসারী।
আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে মুকাররম বিল্লাহ আনসারী বলেন, “আমাদের এই ভূখণ্ডের ইতিহাস বার বার লড়াই সংগ্রামের ইতিহাস। এই ভূখণ্ডের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস। এই ভূখণ্ডের ইতিহাস স্বাধীনতা-মুক্তির জন্য সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষার ইতিহাস। বর্তমান আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সামনে দুটি রাস্তা খোলা, হয় মাতৃভূমি রক্ষা করবো না হয় শহীদ হবো।”
সভাপতির বক্তব্যে মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন বলেন, “আমাদের বিজয় অর্জিত হয়েছে রক্ত দিয়ে। এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের সার্বভৌমত্বের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি রাকিব হাসানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন, সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, মাদরাসা সম্পাদক হাফেজ মুজাহিদুল হক, বিজ্ঞান সম্পাদক জে আই সাবিত, স্কুল সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ, সমাজসেবা সম্পাদক হাফেজ নাঈম হোসাইন প্রমুখ। আলোচনা সভায় সকল ক্যাম্পাস ও থানার দায়িত্বশীল এবং সদস্যরা উপস্থিত ছিলেন।


