খুলনা ওয়াসার ডিএমডি ঝুমুর বালার অপসারণ দাবীতে মানববন্ধন-বিক্ষোভ

বহির্ভূতভাবে ৭ শ্রমিককে টার্মিনেটের অভিযোগ
স্টাফ রিপোর্টার : আইন বহির্ভূতভাবে শ্রমিকদের টার্মিনেটসহ বিভিন্ন অভিযোগে খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক-ডিএমডি (অর্থ ও প্রশাসন) ডিএমডি ঝুমুর বালার অপসারণ দাবীতে মানববন্ধন-বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ওয়াসায় এ বিক্ষোভ করেন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা।
তাদের অভিযোগ, খুলনা ওয়াসায় কর্মরত কেসিসি কর্তৃক হস্তান্তরিত দীর্ঘ ২৫ বৎসর যাবৎ বিভিন্ন পদে নিয়োজিত জন শ্রমিককে (সাময়িক শ্রমিক বানিয়ে) বিনা নোটিশে এবং আইন বহির্ভূতভাবে টার্মিনেট করা হয়েছে, এই আদেশ প্রত্যাহার ও বাগেরহাট জেলা পরিষদের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা, টাইলস্ কান্ডে অর্থ লোপাটের মূল হোতা, বর্তমানে খুলনা ওয়াসায় উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) ঝুমুর বালার (উপ-সচিব, পরিচিতি নং-১৬২৩৯) অপসারণের দাবীতে মানববন্ধন করেন। আয়োজন করেন ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারবর্গ।
চাকরিচ্যুত শ্রমিকরা হলেন, সৈয়দ আবুল কালাম আজাদ (সি এ টু উপ-ব্যবস্থাপনা পরিচালক অর্থ ও প্রশাসন), মোঃ আব্দুর রব (শ্রমিক), মোঃ আনসার সরদার (পাম চালক), মোঃ আনসার উদ্দিন, মোহাম্মদ খলিল হাওলাদার (নিরাপত্তা প্রহরী), মোহাম্মদ জামালুর রহমান ও মোঃ হাসান।



