স্থানীয় সংবাদ

দৌলতপুরে মহান বিজয় দিবস উদ্যাপন

# পুষ্পমাল্য অর্পন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত #

স্টাফ রিপোর্টার ঃ বাঙালি জাতির হাজার বছরের শৌর্ষবীর্য এবং বীরত্বের এক গৌরবময় দিন, ১৬ ডিসেম্বর। মুক্তিযুদ্ধের সকল শহীদ প্রতি বিনম্্র শ্রদ্ধা জ্ঞাপন করে মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) দিবসটিতে ঘীরে নগরীর দৌলতপুরে নানা কর্মসূচি উদ্যাপন করেছে বিভিন্ন সরকারী-বেসকারী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় ঃ সকালে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্পমাল্যদান, কুইজ প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠার, প্রীতি ভলিবল ও ক্রিকেট খেলা, বিজয় দিবসের আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে সভায় ও সহকারি শিক্ষক মাসুম বিল্লাহ’র সঞ্চলনায় সভায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক কানাই লাল বসাক, আশীষ কুমার সরকার, ফিরোজা খানম, উম্মে হাসরাত শারমিন হাসি, মাসুম বিল্লাহ, শাহানাজ মাহমুদ, রীতেশ বিশ্বাস, মো. মাহিন উদ্দিন, আনোয়ার হোসেন, জিনিয়া শারমিন, আব্দুল মজিদসহ কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সভার শেষে পুরষ্কার শেষে শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
দৌলতপুর মুহসীন মাধ্যমিক বালিকা ঃ সকালে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান, কুইজ প্রতিযোগীতা, বিজয় দিবসের আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে¡ ও সহকারী শিক্ষক কার্তিক চন্দ্র মন্ডল পরিচালনা সভায় সভায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান, পাপিয়া খানম, কামাল হুসাইন, তাওহিদুর রহমান, হাসানুজ্জামান, শ্যামল মন্ডল, সুমিতা মন্ডল, মো. জাকির হোসেন, মো. হাবিবুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনীসহ দোয়া মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ কামাল হুসাইন।
দেয়ানা মাধ্যমিক বিদ্যালয় ঃ সকালে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোঃ জুবায়ের হোসেনের সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক বাকিউল আযমের সঞ্চলায় সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্ত উপস্থিত ছিলেন।
দেয়ানা মহিলা দাখিল মাদ্রাসা : সকালে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তেলোয়াত, ইসলামী সঙ্গীত, দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মাদ্রাসা সুপার মাওঃ মনজুরুল হুসাইনের সভাপতিত্বে ও সহ- সুপার সাইফুল ইসলামে সঞ্চলনায় সভা উপস্থিত ছিলেন, মাওঃ আবুল কালাম আজাদ, আামিনুল ইসলাম, মো. আসলাম খান, মাহমুদ খান, জিয়াউর রহমান চৌধুরী, মো. মহিউল ইসলাম, ফিরোজা খাতুন, জাকিয়া সুলতানা, ফাতেমা খাতুন, রহিমা খাতুন, মার্জিয়া সুলতানা, লাবনীসহ কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button