নগরীতে ট্রাকের চাপায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীতে বেপরোয়া ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম শেখ হাবিবুর রহমান(৩০)। তিনি শিরোমনি এলাকার শেখ মান্নান এর পুত্র এবং শিরোমনি হ্যামকো ব্যাটারিতে কর্মরত ছিলেন। ১৬ ডিসেম্বর বিকাল সাড়ে পাঁচটায় খান জাহান আলী থানাধীন খুলনা যশোর বাইপাস সড়কের শিরোমনি পশ্চিমপাড়া বকুলতলার মোড়ে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান নিহত হাবিবুর রহমানের স্ত্রীর ভাইয়ের বউ সহ খুলনা থেকে টিভিএস মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময়ে পশ্চিমপাড়া মোড় ঘোরার সময় একই দিক থেকে আসা দ্রুতগামি একটি ট্রাক যার নাম্বার কুষ্টিয়া ট- ১১-১১৫৩ পিছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুই জন রাস্তার উপরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন চিকিৎসার জন্য শেখ হাবিবুর রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । এছাড়া হাবিবুর রহমানের সাথে থাকা স্ত্রী ও ভাইয়ের বউ কে স্থানীয়রা ফুলতলা উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময়ে হাবিবুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ এ নিয়ে যাওয়ার পরামর্শ দেন । খুলনা সিটি মেডিকেল কলেজে ভর্তি করা হলে অপারেশন থিয়েটারে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাও: সানওয়ার হোসেন মাসুম বলেন, শিরোমণি পশ্চিপাড়া এলাকায় একটি মোটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে নিহতের ঘটনাটি লোকমুখে মাত্র শুনছি পরে বিষয়টি আমি দেখেছি। তবে ঘাতক ট্রাক ও মোটর সাইকেল থানা হেফাজতে আছে।



