স্থানীয় সংবাদ

কেসিসির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। প্রত্যুষে প্রশাসক মো: মোখতার আহমেদ-এর নেতৃত্বে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আয়োজিত কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় নগর ভবনে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সকাল ১০টায় শহিদ হাদিস পার্কে প্রীতি হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রশাসক মো: মোখতার আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী এবং হাডুডু প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সদ্য যোগদানকৃত সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম। এছাড়া দিবসটি পালন উপলক্ষ্যে নগর ভবনসহ কেসিসি’র সকল স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন, কেসিসি’র গুরুত্বপূর্ণ ভবনসহ নগরীর প্রবেশদ্বার, আইল্যান্ড ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিতকরণ, নগর ভবন, প্রশাসক ভবন, খালিশপুর শাখা অফিস, বীর বাঙালী ভাস্কর্য ও শহীদ হাদিস পার্ক আলোকসজ্জিত করা, শিশুদের চিত্তবিনোদনের জন্য খালিশপুরস্থ ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ও গল্লামারীস্থ লিনিয়ার পার্কে বিনামূল্যে প্রবেশের জন্য উম্মুক্ত রাখা এবং বিকেল ৪ টায় খুলনা জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা স্টেডিয়ামে কেসিসি একাদশ ও জেলা প্রশাসন একাদশের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল প্রতিযোগিতায় ২-২ গোলে ড্র হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) আবু সায়েদ মো: মনজুর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কেসিসি ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button