সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্রÑ মঞ্জু

# মহান বিজয় দিবসের আলোচনা সভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া #
স্টাফ রিপোর্টার ঃ
মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করতে হলে আগামী নির্বাচনে শহীদ জিয়ার আদর্শের দল বিএনপির ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, শহীদ জিয়ার আদর্শের রাজনীতি ধারণ করেই আগামীতে আমাদের রাজনীতি করার জন্য দলকে সংগঠিত করতে হবে, তবেই আমাদের সফলতা কেউ রুখতে পারবে না। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে দলের সব নেতাকর্মীকে জনগণের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে জনরায় আনতে হবে। সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় সোনাডাঙ্গা থানার ইসলামাবাদ কলেজিয়েট স্কুল এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ইমরুল কায়েসের সভাপতিত্বে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরও বলেন, অসংখ্য নির্যাতনের মধ্যেও যার অটল মনোভাবকে দমানো যায়নি, তার নাম খালেদা জিয়া। তাকে নির্যাতন করে অসুস্থ করা হয়েছে। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাজী মো. রাশেদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, নিয়াজ আহমেদ তুহিন, একরামুল হক হেলাল, শামসুজ্জামান চঞ্চল, রবিউল ইসলাম রবি, খায়রুল ইসলাম লাল, শরিফুল ইসলাম বাবু, মোহাম্মাদ আলী, মিজানুর রহমান ডিকেন, এড. ওমর ফারুক বনি, মোস্তফা জামান মিন্টু, শরিফুল ইসলাম সাগর, এ আর রহমান, মহিদুল ইসলাম টুকু, মুশফিকুর রহমান অভি, মিজানুর রহমান মিজান, আসাদুজ্জামান রিপন, শামীম রেজা, ইউনুচ মোল্লা, খন্দকার সোহেল, গিয়াস উদ্দিন, রাজু আহমেদ রাজ, সাইফুল ইসলাম সাদী, শাহ বেলালুর রহমান, কবির আহমেদ বাবু, মামুনুর রহমান রাসেল প্রমুখ।



