স্থানীয় সংবাদ

সাতক্ষীরার ট্রলি-মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলে নিহত : আহত-৬

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটা থানার ভৈরবনগর মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার শাঁখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন সুলতানা (৩০) ও তাদের ছেলে তালা কওমী মাদ্রাসার ছাত্র মোস্তাকিন (১২)। এছাড়া, আহতরা হলেন, তাপস মিস্ত্রি, খাইরুল ইসলাম, নুরুজ্জামান, মোয়াজ্জেম হোসেন ও আইনুল আলমসহ মোট ৬ জন। আহতদের বাড়ি জেলার বিভিন্ন স্থানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পাটকেলঘাটা থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্র ৮-১০ জন যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ভৈরবনগর মোড়ে সামনে থেকে আসা বেপরোয়া গতির একটি মোটর সাইকেল রক্ষা করতে গেলে আরেকটি মাছবাহী ট্রলির সাথে মাহিন্দ্রটির ত্রিমুখি সংঘর্ষ হয়। এসময় মাহেন্দ্রটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। গুরুতর আহত হন আরো অন্তত ৬ জন। এ ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। নিহতদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button