খুলনার দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা : ৮ দফা দাবি, পরীক্ষা বর্জন

# শিক্ষার্থীদের শ্লোগানে শ্লোগানে উত্তাল গোটা ক্যাম্পাস #
# সাংবাদিকের সাথে অধ্যক্ষের অশোভনীয় আচরণ #
স্টাফ রিপোর্টার : খুলনার দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা তাদের যৌক্তিক ৮ দফা বাস্তবায়নের দাবিতে বোর্ড সমাপনী পরীক্ষা বর্জন করে একাডেমিক ও প্রশাসনিক ভবন, প্রধান ফটক সহ কয়েকটি ফটকে তালা আটকে ঝুলিয়ে বিক্ষোভ করছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে এ বিক্ষোভ শুরু হয়। এ সময় শিক্ষার্থীদের শ্লোগানে-শ্লোগানে উত্তাল ছিল গোটা ক্যাম্পাস এবং সর্বশেষ তথ্যনুসারে, একাডেমিক ও প্রশাসনিক ভবন, প্রধান ফটক সহ কয়েকটি ফটকে এখানো তালা ঝুলছে।
সরেজমিনে, দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের প্রধান ফটকসহ বেশ কয়েকটি ফটকে তালা ঝুলিয়ে, প্রশাসনিক কার্যক্রম বন্ধ ও পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ও একাডেমীক ভবনের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। ‘কৃষির সৈনিক এক হও, এক হও, খামার বাড়ির সিন্ডিকেট ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও,‘ পুলিশ দিয়ে আন্দোলন, দমানো যাবে না, দালালী না রাজপথ, রাজপথ রাজপথ, উচ্চ শিক্ষার অধিকার দিতে হবে’ সহ নানা শ্লোগানে কলেজ ক্যাম্পাস উত্তাল হয়ে উঠেছে। এদিকে, ছাত্রদের আন্দোলনের ফলে কলেজে প্রবেশ করেতে পারেনি অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ, তারা ক্যাম্পাসের বাইরে অবস্থান করে। ওই খবরে খুলনার দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক ক্যাম্পাসে সংবাদ সংগ্রহের জন্য গেলে এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী জাহাঙ্গীর হোসেনের নিকট সার্বিক বিষয়ের তথ্য জানতে চাইলে তিনি সাংবাদিকের সাথে অশোভনীয় আচারণসহ উচ্চবাচ্য করেন।
৬ষ্ঠ সিমিস্টারের শিক্ষার্থী আসিফ বিশ^াস জানান, আজ (বুধবার) কৃষি ইনস্টিটিউটের দ্বিতীয় সিমিস্টারের ইংরেজী দ্বিতীয় পত্র ও ৬ষ্ঠ সিমিস্টারের জৈব-কৃষি বিষয়ে সমাপনী পরীক্ষা ছিল। পরীক্ষা সকাল ১০টায় শুরু হওয়া থাকা থাকলেও পূর্ব কর্মসূচির অংশ হিসাবে পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
৬ষ্ঠ সিমিস্টারের শিক্ষার্থী বাংলাদেশে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ অত্র কলেজ শাখার সাধারন সম্পাদক মো. আব্দুল্লাহ আল মারুফ জানায়, ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ, উপ সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির গেজেট, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করা সহ আট দফা দাবি নিয়ে আন্দোলনের পর কৃষি উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা দাবি পূরনের আশ্বাস দিলেও তার আজ পর্যন্ত কোন বাস্তবায়ন হয়নি। আমরা আর আশায় থাকতে চাই না। আমাদের দাবিগুলো প্রজ্ঞাপন আকারে না দেয়া পর্যন্ত আমরা কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আন্দোলন চালিয়ে যাবো।
ঘটনাস্থলে থেকে আন্দোলনরত ছাত্রদের ৮ দফা দাবির সার্বিক বিষয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী জাহাঙ্গীর হোসেন নিকট জানতে চাইলে তিনি, প্রবাহের সাংবাদিকের সাথে অশোভনীয় আচরন ও উচ্চবাচ্য করেন। ওই সময়ে বলেন, আমি কি গেটের বাইরে দাড়িয়ে সাক্ষাতকার দিব, আমি রুম ছাড়া কোথাও কথা বলতে পারবো না, এরপর তিনি উচ্চবাচ্য শুরু করেন। পরবর্তী সময়ে আবারো আন্দোলনের সার্বিক বিষয়ে জানান জন্য তার মুঠো ফোনো ফোন দিলে তিনি রিসিভ করেননি।



