স্থানীয় সংবাদ

বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সংবাদপত্রকে জনমানুষের পত্রিকায় রূপ দেয়া সম্ভব : মুহাদ্দিস আব্দুল খালেক

# দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় সংবাদদাতা সম্মেলন #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে একটি সংবাদপত্রকে জনমানুষের পত্রিকায় রূপ দেয়া সম্ভব। সংগ্রামকে সেভাবেই গণমানুষের পত্রিকায় রূপ দিতে তিনি দৈনিক সংগ্রামের সংবাদদাতাদের প্রতি আহ্বান জানান।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে দৈনিক সংগ্রামের উদ্যোগে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় সংবাদদাতা সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
সম্মেলনে জুলাইযোদ্ধা সাংবাদিক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব দৈনিক আমার দেশ এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট মামলায় হয়রানির শিকার সাংবাদিক মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি দৈনিক মানজমিনের ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়। সম্মেলনের অতিথিবৃন্দ সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও গিফট বক্স তুলে দেন।
দৈনিক সংগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে ও খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম, খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, দৈনিক সংগ্রামের সার্কুলেশন ম্যানেজার খন্দকার এমদাদুল হক, বিজ্ঞাপন ম্যানেজার মো. আসহাবুর রহমান আফতাব। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাতক্ষীরা জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, যশোর জেলা সংবাদদাতা মো. আজিজুর রহমান মশিউর, বাগেরহাট জেলা সংবাদদাতা শেখ মো. তাজমুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা এফ এ আলমগীর, কুস্টিয়া জেলা সংবাদদাতা খালিদ হাসান সিপাই, নড়াইল জেলা সংবাদদাতা ডা. মো.সামিরুল ইসলাম, মেহেরপুর জেলা সংবাদদাতা মো. আকতারুজ্জামান, মাগুরা জেলা সংবাদদাতা ওয়ালিয়র রহমান, কুমারখালী উপজেলা সংবাদদাতা মাহমুদ শরীফ, পাটকেলঘাটা উপজেলা সংবাদদাতা নাজমুল হক খান, বেনাপোল পোর্ট থানা সংবাদদাতা মো. মশিউর রহমান কাজল, ইলিয়াছ হোসেন, শ্রীপুর উপজেলা সংবাদদাতা মো. সাইফুল্লাহ, কেশবপুর উপজেলা সংবাদদাতা মো. আব্দুস সাত্তার, তালা উপজেলা সংবাদদাতা কামরুজ্জামান মিঠু প্রমুখ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি প্রতিষ্ঠানকে যেমন এগিয়ে নেয়া সম্ভব তেমনি একটি পত্রিকাকেও নেয়া সম্ভব।
সভাপতির বক্তৃতায় দৈনিক সংগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী বলেন, দৈনিক সংগ্রাম শুধুমাত্র একটি পত্রিকা নয়। দৈনিক সংগ্রাম নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ বিনিমার্ণের আন্দোলনের বলিষ্ঠ হাতিয়ার। কাঙ্খিত লক্ষ্যে পৌঁছার আগমুহুর্ত পর্যন্ত দৈনিক সংগ্রামের এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি দৈনিক সংগ্রামের উন্নয়নে জেলা সংবাদদাতাদেরকে আরও উদ্যমী হয়ে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি পরিবর্তীত পরিস্থিতিতে বিজ্ঞাপন এবং সার্কুলেশন বৃদ্ধিতে বিশেষ নজর দেওয়ার আহবান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button