বাগেরহাটের মোংলা পৌর আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ জেলায় ৪ জন আটক

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোংলা পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ জেলার ৪ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মোংলা ও চিতলমারী থানা পুলিশের পৃথক অভিযানে এদের গ্রেফতার করা হয়। বাগেরহাট পুলিশ অফিস জানায়, মোংলা পৌর শহরে নাশকতা কর্মকান্ডের পরিকল্পনার অভিযোগে মোংলা পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন সহ ৩ জনকে আটক করা হয়েছে। ডেবিল হান্ট ফেস টু অভিযানে শুক্রবার গভীররাতে মোংলা পৌরশহর সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মোংলা পৌর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, (৪৮) উপজেলার সোনাইলতলা ইউনিয়নের আ.লীগের সভাপতি হরিবর বৈরাগী (৪৫) এবং সুন্দরবন ইউনিয়নের যুবলীগের সভাপতি মোঃ ইসরাফিল ফকির (৩৮)। মোংলা থানার ওসি শেখ শাহীনুর রহমান বলেন, নাশকতা মুলক কর্মকান্ডের পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযানে আ.লীগের পৌর ও উপজেলার ৩ জন সক্রিয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আদালতের ওয়ারেন্ট ভুক্ত থাকায় এক জনকে আটক করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আদালতের মাধ্যমে তাদেরকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। অপরদিকে, জেলার চিতলমারী থানা পুলিশ ‘ডেভিল হান্ট-২য় ফেজ’ অভিযান চালিয়ে উপজেলার কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ হাসিবুর রহমান শেখ (৫৪) কে গ্রেপ্তার করেছেন। হাসিবুর রহমান উপজেলার কুনিয়া গ্রামের মৃত ইমতিয়াজ আলী শেখের ছেলে। চিতলমারী থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে (ডেভিল হান্ট-২য় ফেজ) অভিযান চলছে। গ্রেপ্তারকৃত হাসিবুর রহমানের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। সেই মামলায় শুক্রবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয় ।


