গণতন্ত্র রক্ষায় সবসময় জনগণকে সঙ্গে নিয়ে নেতৃত্ব দিয়েছে বিএনপি: বকুল

স্টাফ রিপোর্টার ঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যারা সবসময় জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক গণআন্দোলনÑসব ক্ষেত্রেই বিএনপির ভূমিকা ঐতিহাসিক। রোববার (২১ ডিসেম্বর) খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ৯, ১১, ১২, ১৩ ও ১৫ নম্বর ওয়ার্ডের বন্ধু মহলদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রকিবুল ইসলাম বকুল বলেন, “স্বাধীনতা যুদ্ধে মূল ভূমিকা রেখেছেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং অস্ত্র হাতে নিয়ে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর চব্বিশে যে জুলাই আন্দোলন হয়েছে, সেখানে সবাই ঐক্যবদ্ধ ছিলÑসে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।” তিনি আরও বলেন, “তারেক রহমান স্পষ্ট করে বলেছেনÑজনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জনগণের শক্তির কাছে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে ইনশাল্লাহ।” খুলনা-৩ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে যদি আমি নির্বাচিত হতে পারি, তাহলে খালিশপুর শিল্পাঞ্চলের ভাগ্য উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। শ্রমজীবী মানুষের অধিকার, কর্মসংস্থান এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করাই হবে আমার অঙ্গীকার।”
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু সালেক, খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি ফজলে হালিম লিটন, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত হোসেন, ১১, ১২ ও ১৩ নম্বর সংরক্ষিত আসনের সাবেক মহিলা কাউন্সিলর আফরোজা জামান, মোজাফফর মাতুব্বর ও কাজী সেলিম। এছাড়া একই দিনে খালিশপুর থানাধীন ১১ নম্বর ওয়ার্ডের বসবাসরত ব্যক্তিবর্গের সঙ্গে পৃথক মতবিনিময় সভা এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। সভায় সভাপতিত্ব করেন ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেখ সাদি, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাবেক অধ্যক্ষ শহিদুল আলম বাবুল, সাবেক অধ্যক্ষ আব্দুল ওলিদ, মাওলানা আবু বকর সিদ্দিক, মুফতি খালিদ সাইফুল্লাহ, হাফেজ মাওলানা হাফিজুর রহমান আজাদী, আব্দুস সালাম, আলহাজ্ব মোহাম্মদ জালাল উদ্দিন ও মোহাম্মদ আবুল কালাম আজাদ। বক্তারা বলেন, যেখানে মানুষের মঙ্গল চিন্তা করা হয়, সেখানেই মানবিক নেতৃত্বের প্রয়োজন। বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জনগণের ন্যায্য আকাক্সক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।



