খুলনা বিএসটিআই’র মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স অভিযান : জরিমানা

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগীয় বিএসটিআই’র বাগেরহাট এ মোবাইল কোর্ট ও সাতক্ষীরা জেলায় ১৭ ও ২১ ডিসেম্বর দিনব্যাপী ২ টি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। সাতক্ষীরা সদর খেজুরডাঙ্গা বিনেপোতা হাবিব ব্রিকস,কামরান ব্রিকস-২,কাশিমপুর মঠবাড়িয়া মেসার্স এ বি ব্রিকস, মেসার্স এম আর ব্রিকস,বাবুলিয়া মেসার্স সৌদিয়া ব্রিকস,মাধবকাটি স্টার ব্রিকস, তালা সরস্বতী এম এন বি ব্রিকস,তালার পাটকেল ঘাটা আচিমতলা বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস,পাটকেল ঘাটার কালীবাড়ি রোড আল মদিনা ফুড প্রোডাক্টস, বলফিল্ড মোড় ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার,পাটকেলঘাটা কলেজ রোড সুমি ইউপিভিসি পাইপ ইন্ডাস্ট্রিস, পাটকেলঘাটা চৌগাছা অপর্ণা বেকারি, ইটাগাছা শাহীন বেকারি, ইটাগাছা সাতক্ষীরা অয়েল মিল, তালার বাহাদুরপুর মেসার্স প্রতীক ব্রিকস অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বর্ণিত প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং লাইসেন্স গ্রহণের তাগিদ দেওয়া হয়। প্রতিষ্ঠানসমূহ আগামী ২২ডিসেম্বর-২০২৫ মধ্যে লাইসেন্স গ্রহণের আবেদন না করিলে প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। উক্ত প্রতিষ্ঠান সমূহের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
অভিযান সহকারী পরিচালক (সিএম) মনির হোসেন,ফিল্ড অফিসার (সিএম) মোঃ আব্দুল মান্নান, এবং মো: বায়জীদ বোস্তামি পরিদর্শক (মেট)-এর সমন্বয়ে গঠিত একটি টিম কর্তৃক পরিচালিত হয়। জনস্বার্থে খুলনা বিভাগীয় বিএসটিআই’র এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
২১ ডিসেম্বর-২৫ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় ‘ওজন পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে বাগেরহাটের মোরেলগঞ্জ নব্বইরাশি রোড ভাই বোন বেকারী কে পণ্য মোরকজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত বিস্কুট ও কেক পণ্য উৎপাদন, মোরকজাত ও বাজারজাত করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৪/৪১ ধারা অনুযায়ী ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। মোবাইল কোর্টে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে পরিদর্শক (মেট্রোলজি) হাফিজুর রহমান দায়িত্ব পালন করেন


