খুলনায় এনসিপির নেতা গুলিবিদ্ধ : রহস্য উদঘাটনের দাবি পরিবারের

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মো. মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মোতালেব শিকদারের স্ত্রী ফাহিমা তাসলিম ঝুমুর অভিযোগ করে বলেন, তার স্বামী রোববার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীকে দেখতে যান। এরপর তিনি আর বাসায় ফিরে আসেননি। সোমবার সকালে তারা জানতে পারেন, তাকে গুলি করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তারা জানতে পেরেছেন তন্বী ও মিরাজ নামে এক দম্পতির বাসায় তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। ওই দম্পতিকে গ্রেপ্তার করা হলে এই ঘটনার পেছনের মূল উদ্দেশ্য ও জড়িতদের পরিচয় বেরিয়ে আসবে বলে তিনি দাবি করেন। ভুক্তভোগীর স্ত্রী বলেন, তার স্বামীকে কে বা কারা গুলি করেছেতা এখনো রহস্যজনক। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের চিহ্নিত করতে তিনি পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানান। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।



