স্থানীয় সংবাদ

খুলনায় ক্যান্সার হসপিটাল গুয়াংজু’র দুইদিনব্যাপী একাধিক কর্মসূচি

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় ক্যান্সার চিকিৎসা বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, রোগীর সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অবহিত করতে সিওক হেলথকেয়ার ও মর্ডান ক্যান্সার হসপিটাল গুয়াংজু, চায়নার উদ্যোগে দুইদিনব্যাপী একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিনের শেষ কর্মসূচি হিসেবে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় খুলনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সিওক হেলথকেয়ারের কার্যক্রম, আন্তর্জাতিক হাসপাতালের সঙ্গে অংশীদারিত্ব এবং খুলনায় ক্যান্সার চিকিৎসা সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। উক্ত অনুষ্ঠান সমূহে সিওক হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাসুমুজ্জামান বলেন, ২০১২ সালে প্রতিষ্ঠিত সিওক হেলথকেয়ার বাংলাদেশে একটি বিশ্বস্ত মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান। গত ১৩ বছরে প্রতিষ্ঠানটি ৩০ হাজারের বেশি রোগীকে সেবা প্রদান করেছে। চিকিৎসা পরিকল্পনা থেকে শুরু করে মেডিকেল ভিসা, ভ্রমণ, আবাসন, টেলি কনসালটেশন ও জরুার মেডিকেল সাপোর্ট পর্যন্ত পূর্ণাঙ্গ চিকিৎসা সহায়তা প্রদান করছে সিওক হেলথকেয়ার। তিনি আরও বলেন, মর্ডান ক্যান্সার হসপিটাল গুয়াজ্জু একটি জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল (ঔঈও) স্বীকৃত হাসপাতাল, যার সঙ্গে কাজের মাধ্যমে খুলনার মানুষ চীনে স্বল্প খরচে উন্নত ক্যান্সার চিকিৎসার সুযোগ সম্পর্কে বাস্তব ধারণা পাচ্ছেন। এসব কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মর্ডান ক্যান্সার হসপিটাল গুয়াজ্জু, চায়নার সার্জিক্যাল অনকোলজিস্ট ডা. আসাদ নেওয়াজ মেহেদী, হেড অব ইন্টারন্যাশনাল মার্কেটিং মিস এমিলি, সিওক হেলথকেয়ারের হেড অব মার্কেটিং ও কো-ফাউন্ডার ফারহানা হাসনা তুলি, সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং মুবাশ্বির হাসান, খুলনা জোনের প্রধান নির্বাহী মামুন হাসান। সহ খুলনার বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, খুলনা ক্লাবের সদস্য, খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে, এর অংশ হিসেবে গত রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় খুলনা ক্লাব মিলনায়তনে সিওক হেলথকেয়ারের আয়োজনে মর্ডান ক্যান্সার হসপিটাল গুয়াজ্জু, চায়নার সাথে খুলনা ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা ক্লাবের পরিচালকবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ সভার প্রতিপাদ্য ছিল হাসপাতাল পরিচিতি ও ক্যান্সারের উন্নত চিকিৎসা পদ্ধতি সমূহের বর্ণনা। উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুজ্জামান মনি এবং খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন। অনুষ্ঠানে মর্ডান ক্যান্সার হসপিটাল গুয়াজ্জু, চায়নার চিকিৎসা সুবিধা, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের সেবা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন হাসপাতালের প্রফেসর ড. ওয়াং লিজেন। উল্লেখ্য, সিওক হেলথকেয়ার প্রধান কার্যালয় ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকার মেইন রোডে অবস্থিত এবং খুলনার কার্যালয় ৬১, আহসান আহমেদ রোডে অবস্থিত। তাছাড়া সিওক বাংলাদেশে মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজু এর সার্ভিস অফিস হিসেবে কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button