স্থানীয় সংবাদ

ওয়াশা খুলনাবাসীর প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে

# জনউদ্যোগের কর্ম পরিকল্পনা সভায় বক্তারা #

খবর বিজ্ঞপ্তি ঃ ওয়াশা খুলনাবাসীর প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। খুলনাবাসী চেয়েছিল নগরীতে ওয়াশা সুপেয় পানি সরবরাহ করবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। বরং সুপেয় পানি পেতে গুনতে হচ্ছে দ্বিগুণ অর্থ। গভীর নলকূপ স্থাপন করতে হলে নানা জটিলতায় পড়ছে। মিষ্টি পানির অজুহাতে মধুমতি থেকে পানি এনে খরচ বৃদ্ধি হলেও আশানুরূপ কোন কাজ হয়নি। নেতৃবৃন্দ মনে করে সুপেয় পানি ও নগরীর পানি চাহিদা পূরণ না করা পর্যন্ত গভীর নলকূপ স্থাপনের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করা যাবে না। এছাড়া নগরীকে মশার উপদ্রব থেকে রক্ষা নিতে সিটি কর্পোরেশনকে উদ্যেগী হতে হবে। গল্লামারী ব্রিজ ও ময়লাপোতার জানজট কমাতে নিতে হবে পদক্ষেপ। উপকূলীয় অঞ্চলের দূর্যোগ মোকাবেলা করতে এই মৌসুমে বেড়িবাঁধগুলোর কাজ সমাপ্ত করতে হবে। এভাবে বললেন জনউদ্যোগ,খুলনার কর্ম পরিকল্পনা সভায় বক্তারা। মঙ্গলবার খুলনা সিভিল সোসাইটির অস্থায়ী কার্যালয়ে দুপুর ১২ টায় জনউদ্যোগ খুলনার উদ্যোগে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক শিক্ষকনেতা মানস রায়। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আ ফ ম মহসীন, খুলনা সিভিল সোসাইটির আহবায়ক এস এম শাহনওয়াজ আলী, ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সভাপতি শেখ মফিদুল ইসলাম, সুরখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম সীপার, কনসেন্সের নির্বাহি পরিচালক সেলিম বুলবুল, ব্যাবসায়ি মিয়া আরিফ হোসেন, নারীনেত্রী কৃষ্ণা দাশ, জনউদ্যোগ যুব সেলের জয় বৈদ্য, খুলনা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সাগর সরকার প্রমুখ। সভায় বক্তারা বলেন, খুলনা নগরীতে ধূলিকণা ও শব্দদূষণ বেড়ে চলেছে। যততত্রভাবে বহুতল ভবন নির্মাণ করতে গিয়ে রাস্তাঘাটে ধূলোবালি বেড়ে চলেছে। রাস্তার পাশে ফেলে ইট-বালি বিক্রি চলছে। যা পরিবেশের জন্য অতিঝুঁকিপূর্ণ। ইটভাটার এখনও নিয়ন্ত্রণ বিহীন চলছে। নেতৃবৃন্দ সুন্দবনের জীব-বৈচিত্র্য রক্ষা সহ নানা কর্মসূচি গ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button