স্থানীয় সংবাদ

নির্বাচনের মাধ্যমে মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনতে হবে: বকুল

স্টাফ রিপোর্টার ঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, আগামী নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, বরং সাধারণ মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনার লড়াই। ধানের শীষ হবে সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রতীক। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা মানিকতলা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের আয়োজনে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রত্যয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে রকিবুল ইসলাম বকুল বলেন, তিনি এলাকার জনগণের জন্য নেতা হিসেবে নয়, বরং একজন সন্তানের মতো কাজ করতে চান। তিনি বলেন, আমি আপনাদের ঘরের সন্তান হয়ে আপনাদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। এমন একটি সরকার দরকার, যারা জনগণের কথা শুনবে এবং জনগণের কল্যাণে কাজ করবে। এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি খুলনার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, রাস্তাঘাট ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের আশ্বাস দেন। তিনি বলেন, “আপনাদের প্রতিটি ভোটই হতে পারে একটি সুন্দর, আধুনিক ও বাসযোগ্য খুলনা গড়ার ভিত্তি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বকুল বলেন, মানুষ আজ পরিবর্তন চায়। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন করতে হবে। বাধা ও ভয়ভীতি আসতে পারে, কিন্তু আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষই আপনাদের আস্থার প্রতীক। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহেশ্বরপাশা মানিকতলা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সেলিম মাস্টার, আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব জলিল হাওলাদার, আলহাজ্ব ফিরোজ আকন, মো. মোতালেব সরদার, মো. সালাম সরদার, শেখ সাদী, এম মুর্শিদ কামাল, শেখ ইমাম হোসেন, মো. বাবুল সরদার ও আব্দুল মহিদ খানসহ স্থানী শ্রমিকরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button