সোনাডাঙ্গা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের আয়োজন

খবর বিজ্ঞপ্তি : আজ বুধবার বাদ যোহর নগরীর সোনাডাঙ্গা প্রথম ফেজ খেলার মাঠে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন খুলনা-২০২৫ আয়োজন করা হয়েছে। উক্ত ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. মো. মোহসীন আলী ফরাজী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (নিউরোসার্জারী বিভাগ), পরিচালক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। আহ্বায়ক, সোনাডাঙ্গা আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি। এছাড়া উপস্থিত থাকবেন আমন্ত্রিত বিশ্ববরেণ্য ক্বারীগন শাইখ ক্বারী মাহমুদ মাহদী আলযাওয়াদ মিশর শাইখ ক্বারী ইসাহাক ইব্রাহিম ইরান, শাইখ ক্বারী সালমান হাবিব পাকিস্তান, শাইখ ক্বারী ইমরানুল কারীম ইন্দোনেশিয়া, শাইখ ক্বারী মো: ওমার সাইয়াযুল মালয়েশিয়া, ক্বারী মুস্তাকিম বিল্লাহ বাংলাদেশ,ক্বারী শাহাদুজ্জামান বাংলাদেশ,ক্বারী মাসুদ বিন মোস্তফা বাংলাদেশ, আরও তেলাওয়াত করবেন বাংলাদেশের স্বনামধণ্য ক্বারী সাহেবগণ ।উক্ত ক্বিরাত সম্মেলনে উপস্থিত থাকবেন মাওলানা শেখ আব্দুল্লাহ মুহতামিম, সভাপতি জামিয়া মিল্লিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মাদরাসা, খুলনা। এছাড়া ক্বিরাত সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষকতায় থাকছেন রোটারিয়ান আশিকুর রহমান প্রশাসনিক কর্মকর্তা, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা।



