বরিশাল সমিতির নেতৃবৃন্দের সাথে বিএনপি প্রার্থী মঞ্জুর মত বিনিময়

খবর বিজ্ঞপ্তি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন খুলনা- ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
মতবিনিময় সভায় মঞ্জু বলেন, নির্বাচনী প্রচারণায় কোন লুটেরা- চাঁদাবাজ তার সঙ্গী হবে না। জুলাইয়ের বিপ্লবী চেতনাকে সামনে রেখে শোষণ ও দুর্নীতিমুক্ত সমাজ তথা রাষ্ট্র বিনির্মাণে তার পক্ষে যেটুকু করা সম্ভব সেখান থেকে তিনি পিছ পা হবেন না। স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শকে মাথায় নিয়ে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের দফাসমূহ বাস্তবায়নে তিনি অঙ্গীকারাবদ্ধ। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সকলের কাছে ধানের শীষের
পক্ষে ভোট প্রার্থনা করেন। সন্ধ্যায় খুলনা মহানগরীর কাইফেং রেস্তোরাঁর মিলনায়তনে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মালেকের সভাপিিতত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন নজরুল ইসলাম মঞ্জু। সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের আহ্বায়ক আলহাজ্ব আব্দুল জলিল খান কালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা কামরুল হক নাসিম এবং বিএনপি নেত্রী অধ্যক্ষ রেহানা আখতার। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বক্তৃতা করেন বিএনপি নেতা অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, নজরুল ইসলাম বাবু, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু। বক্তৃতা করেন সাংবাদিক নেতা রাশেদুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের বন্ধনের সভাপতি আব্দুর রহমান, ড. কাজী মোখলেসুর রহমান, ছাত্র সমন্বয়ক নাঈম মল্লিক, অ্যাডভোকেট মমিনুল ইসলাম। বরিশাল সমিতির পক্ষে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: নুরুল হক ফকির, কাজী নুরুল ইসলাম, রোটারিয়ান আলতাফ হোসেন, এম এ সালাম, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, রোটারিয়ান মাহাবুব আলম, এডভোকেট শহিদুল ইসলাম, আব্দুল খালেক বেপারী, কাঞ্চন আলী খান, আশরাফ হোসেন, এইচ এম আবু সালেক, এডভোকেট নজরুল ইসলাম হাওলাদার, সালাম মোল্লা, নাজেম খলিফা, দেলোয়ার তালুকদার, এডভোকেট আব্দুল মজিদ, কোহিনুর কাঞ্চন, মুক্তিযোদ্ধা হায়দার আলী হাওলাদার, কবীর হোসেন মৃধা প্রমূখ। ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের সদস্য সচিব ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন। সভায় দেশের শান্তি- শৃঙ্খলা, শহীদ শরীফ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন অসুস্থ বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা, সমিতির প্রয়াত ও অসুস্থদের জন্য দোয়া পরিচালনা করেন সমিতি ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুজিবর রহমান খন্দকার। সভায় সমিতির উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদের সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, থানা ও ওয়ার্ড কমিটি এবং প্রাতিষ্ঠানিক ইউনিট কমিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



