স্থানীয় সংবাদ

সাপ্তাহিক সোনার বাংলার খুলনা সংবাদদাতা মুকুলের পিতার ইন্তিকাল : জানাজা দাফন সম্পন্ন

# বিভিন্ন মহলের শোক #

খবর বিজ্ঞপ্তি ঃ কয়রা-পাইকগাছা উন্নয়ন ফেরামের সভাপতি, খুলনা ওয়াসা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সদস্য সচিব সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার খুলনা সংবাদদাতা এস এ মুকুলের পিতা বিষ্ণুপুর শাহী জামে মসজিদের সাবেক মুয়াজ্বিন মো. ইমান আলী (৬৮) ইন্তিকাল করেছেন ( ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন) । গত ১ জানুয়ারি পবিত্র ওমরা পালন শেষে দেশে ফেরার পথে তিনি স্ট্রোক করেন। দীর্ষদিন চিকিৎসাধীন থাকাবস্থায় সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামস্থ নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনী আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা মঙ্গলবার (২৩ ডিসেম্বর) যোহরবাদ বিষ্ণুপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। জানাজায় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, ড. অধ্যাপক জি এম শফিকুল ইসলাম, পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, পাইকগাছা উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, মাওলানা কামাল হোসেন, প্রিন্সিপাল কামরুল ইসলাম, হেলাল উদ্দিন, হাফিজুর রহমান, মাওলানা আব্দুল খালেক, ডা, মিজানুর রহমান, ইউপি মেম্বর সোয়াইব হোসেন ও লুৎফর রহমান, শ্রমিক নেনা আব্দুল আলিম, হায়দার আলী নিরু, আরজান, ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি তারিক মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত মুসল্লী অংশ নেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক ও উন্নয়ন কর্মী এস এ মুকুলের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, মাস্টার শফিকুল আলম ও মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও সেক্রেটারি ডা. সাইফুজ্জামান, যুব বিভাগের সভাপতি মুকাররম আনসারী ও সেক্রেটারি মুহা. হামিদুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবিরের মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি রাকিব হাসান, খুলনা দক্ষিণ জেলা সভাপতি আবু জার গিফারী ও সেক্রেটারি অয়েস কুরুনী, পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান ও সেক্রেটারি আলতাফ হোসেন, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান ও সেক্রেটারি মাওলানা শেখ মো. সাইফুল্লাহ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button