স্থানীয় সংবাদ
আশাশুনিতে ওয়েল মেশিনে হাত হারালো মিথুন

বাবুল হোসেন, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে অয়েল মিলের মেশিনে আটকে হাতের কবজি পর্যন্ত ছিন্ন হয়েছে মিথুন সাধুর হাত। মঙ্গলবার দুপুরে বাজারের মেসার্স জয়কালী অয়েল মিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বুধহাটা বাজারে অমল সাধুর তেলের মিলে সরিষা ও নারিকেল ভাঙ্গানোর কাজ চলছিল। দুপুর ১২.৩০ টার দিকে মেশিন নারিকেল মাড়াই চলছিল। এসময় অমল সাধুর ছেলে মিথুন সাধু (১৮) কাজ করছিল। মিলে খৈল সরানোর সময় অসতর্কতাবশতঃ তার ডান হাত মেশিনে আটকে গেলে হাতের কবজি পর্যন্ত ছিন্নভিন্ন হয়ে যায়। তৎক্ষনাৎ তাকে উদ্ধার করে সাতক্ষীরার একটি হাসপাতালে ভর্তি করা হয়।



