স্থানীয় সংবাদ

নগরীতে শ্রমিক নেতা মোতালেব হত্যা প্রচেষ্টা মামলা ডিবিতে : গ্রেফতার তন্বী কারাগারে

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করে হত্যা প্রচেষ্টা মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে সোনাডাঙ্গা থানা থেকে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।
এদিকে, এ মামলায় গ্রেফতার এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির খুলনা জেলা শাখার যুগ্ম-সদস্য সচিব তানিয়া তন্বীকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি নিজেকে দেড় মাসের অন্তঃসত্তা বলে বলে দাবি করেছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মাদ তাজুল ইসলাম বলেন, জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করে হত্যা প্রচেষ্টা মামলাটি গতকাল বুধবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ মামলায় গ্রেফতার এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির খুলনা জেলা যুগ্ম-সদস্য সচিব তানিয়া তন্বীকে গতকাল বুধবার দুপুরে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা তাজুল ইসলাম আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিয়া তন্বী নিজেকে দেড় মাসের অন্তঃসত্তা বলে বলে দাবি করেছেন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে এখনো রিপোর্ট পাওয়া যায়নি।
তিনি বলেন, ঘটনার দিন ঐ ফ্ল্যাটে এবং আশপাশে মোতালেব শিকদার, তানিয়া তন্বী এবং তার স্বামী তানভীর শেখসহ ১০ জন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একটি শীর্ষ সন্ত্রাসী সংগঠনের কয়েকজন সদস্যের উপস্থিত থাকার বিষয়ে তথ্য পেয়েছি। মাদক ও চাঁদাবাজির ভাগ-বাটোয়ারার বিষয়গুলো নিয়ে তদন্ত করা হচ্ছে। মোতালেব শিকদার, তানিয়া তন্বী এবং তার স্বামী তানভীর শেখ নিয়মিত মাদক সেবন করতেন। মোতালেব শিকদারের ব্যাপারেও আলাদাভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরো বলেন, আহত মোতালেব শিকদারের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। সোমবার আহত হওয়ার পর সে পুলিশের সঙ্গে কথা বলেছে। কিন্তু এখন সে গুরুতর অসুস্থ হওয়ার ভান করছে। সে পুলিশ দেখলেই বোবা হয়ে যাচ্ছে। ইশারা ও অঙ্গভঙ্গি দিয়ে বোঝানোর চেষ্টা করছে। কোনো কথা জিজ্ঞেস করলে কলম দিয়ে আঁকাবাঁকা কী সব খাতায় লিখে দিচ্ছে; আমরা বুঝতে পারছি না। সে সুস্থ হওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, গত সোমবার নগরীর সোনাডাঙ্গা থানার আল আকসা মজিদ স্বরণীর ১০৯ নম্বর রোডের মুক্তা হাউজের নীচ তলার তানিয়া তন্বীর ফ্ল্যাটে মোতালেব শিকদারকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। বর্তমানে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button