স্থানীয় সংবাদ
চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট

স্টাফ রিপোর্টারঃ নগরীর হরিনটানা থানার শ্মশানঘাট এলাকায় ৭৫ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে বসতভিটায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা আনুমানিক ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় বসবাসরত অধিকাংশ পরিবার নিরিহ। দীর্ঘদিন ধরে একটি চক্র তাদের কাছে ৭৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা অন্তত তিনটি ঘর কুপিয়ে তছনছ করে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় ঘরে থাকা নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঘটনায় নারী, শিশু, প্রবাসী ও স্কুল শিক্ষকসহ একাধিক ব্যক্তি আহত হন।এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। হরিনটানা থানার ওসি শেখ খায়রুল বাশার বলেন, এমন কোন ঘটনার বিষয় তিনি অবগত নন।



