মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ নগরীতে চাঞ্চল্যকর শিউলি হত্যা মামলার আসামি রিয়াদ খান (১৯) কে গ্রেফতার করেছে র্যাব-৬। গ্রেফতারকৃত আসামি রিয়াদ ডুমুরিয়া গজেন্দ্রপুর গ্রামের সালাউদ্দিন খানের ছেলে। জানা গেছে, ২৫ ডিসেম্বর র্যাব-সিপিসি সদর কোম্পানি ও র্যাব-৭, সিপিসি-১, ফেনীর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার সদর থানায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা সদর থানার চাঞ্চল্যকর শিউলি হত্যা মামলার এজাহারভুক্ত একমাত্র পলাতক আসামী মোঃ রিয়াদকে গ্রেফতার করে। আসামি রিয়াদ খান ও নিহত ভিকটিম শিউলি বেগম সম্পর্কে মা-ছেলে। নিহত শিউলি বেগম পেশায় একজন সৌদি আরব প্রবাসী ছিলেন। গত ২৭ অক্টোবর তিনি দুই মাসের ছুটিতে বাংলাদেশে আসেন। গত ১৩ ডিসেম্বর আসামি রিয়াদ খান অজ্ঞাত কারণে তার মা ভিকটিম শিউলি বেগমকে হত্যা করে আত্মগোপনে চলে যায়। এরপর ভিকটিমের ছোট ভাই ডুমুরিয়া সেনপাড়ার রায়হান গাজী বাদী হয়ে খুলনা সদর থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। উল্লেখ যে, গ্রেফতারকৃত আসামির হেফাজত ২ লক্ষ ৫ হাজার ৮৪০ টাকা, দুইটি আইফোন, একটি স্মার্ট ফোন ও একটি এয়ারপড জব্দ করা হয়েছেএ গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


