কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়নের নির্বাচন আবারো স্থগিত

স্টাফ রিপোর্টার ঃ আদালতে আদেশে বহুল আলোচিত খুলনা সিটি কর্পোরেশন এমপ্লয়ীজ ইউনিয়নের নির্বাচনের ভোট গ্রহণ আজ শনিবার। কিন্তু জাতীয় সংসদের নির্বাচনের কারণ দেখিয়ে তা স্থগিত করেছে নির্বাচন কমিশনার। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সাথে নির্বাচিন কমিশনারের এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান নির্বাচন কমিশনার মুকুল। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিতরিহীনভাবে এ ভোট গ্রহণ চলবে নিজস্ব ইউনিয়ন কার্যালয়ে। গত ১৩ সেপ্টেম্বর নানা সমস্যায় নির্বাচন স্থগিত করা হরে নির্বাচন কমিশনার। পরে এ স্থগিদের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা দায়ের করেন সাঃ সম্পাদক প্রার্থী আশরাফুল ইসলাম। শুনানী শেষে আদালত গত ১৫ ডিসেম্বর আগামী ১০ কার্যদিবসের মধ্যে চলমান নির্বাচনের পরবর্তী অংশ শেষ করার আদেশ দেন। সে মতে নির্বাচন কমিশনার এ ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়। কিন্তু জেলা প্রশাসক নির্বংাচেন কমিশনারকে ডেকে নিয়ে নির্বাচন স্থগিত করার জন্য বলেন। কারণ সংসদ নির্বাচনের কারণে এ ভোট গ্রহণ স্থগিত করা হয় বলে ডিসি তাদের ডেকে বলে।

